অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘আমরা যথেষ্ট ক্যাপাবল। আগামীতে আমরা ঋণ নেবো না, ঋণ দেবো।’ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন নিয়ে সারা দুনিয়ায় আলোচনা চলছে বলেও জানান মন্ত্রী। শুক্রবার (৪ জুন) বাজেট পরবর্তী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘২০১৯ সালের জুলাইয়ের ৩০ তারিখে আমাদের ফরেন এক্সচেঞ্জের রিজার্ভ ছিল ৩২ পয়েন্ট ৭ বিলিয়ন ডলার, এক বছর পর সেটা ৩২ থেকে ৩৬ বিলিয়নে চলে এলো। এক বছরের মাঝে চার বিলিয়ন বাড়লো। এরপর গত ডিসেম্বরে সেটা ৪৩ পয়েন্ট এক বিলিয়ন ডলারে পৌঁছায়। আর বৃহস্পতিবার (৩ জুন) সেটা ছিল ৪৫ দশমিক ১ বিলিয়ন ডলার।’
তিনি আরও বলেন, ‘আমরা যথেষ্ট ক্যাপাবল। ২০১৯ সালে আমরা বলেছি—সেদিন খুব দূরে নয়, যেদিন আমরা অন্য দেশকে ঋণ দেবো। আগামীতে আমরা ঋণ নেবো না, ঋণ দেবো।’
মন্ত্রী জানান, ‘প্রস্তাবিত বাজেটে ২০২১-২২ অর্থবছরের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) হার ৭ দশমিক ২ শতাংশ ধরা হয়েছে। করোনাকালে জিডিপির এই প্রবৃদ্ধি অর্জন কঠিন হলেও সম্ভব।’
২০২১-২০২২ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান, কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অর্থ সচিব আব্দুর রউফ তালুকদার, পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য শামসুল আলম ভার্চুয়ালি যুক্ত ছিলেন।