প্রিন্ট নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুডস লিমিটেডের সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দশটি পয়েন্টের ওপর নির্ভর করেই চলবে মামলার তদন্তের কাজ। ইতিমধ্যে গুরুত্বপূর্ণ কিছু আলামত সংগ্রহ করা হয়েছে বলে জানান পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
শনিবার দুপুর ১২টার দিকে সংস্থাটির অতিরিক্ত উপ মহাপরিদর্শক ইমাম হোসেন ঘটনাস্থল পরিদর্শন শেষে এ তথ্য জানান।
ইমাম হোসেন বলেন, গত ৮ জুলাই সেজান জুস কারখানার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সিআইডিকে তদন্তের ভার দিয়েছে সরকার। আমরা দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করলাম। এখানে আমরা গুরুত্বপূর্ণ কিছু আলামত পেয়েছি। প্রাথমিক পরিদর্শন শেষে দশটি পয়েন্ট নোট করা হয়েছে।
এই আলামত ও দশটি পয়েন্টের ওপর নির্ভর করেই চলবে মামলা তদন্তের কাজ। শিগগিরই তদন্তের কাজ শেষ করে প্রতিবেদন জমা দেওয়া হবে।
উল্ল্যেখ, গত ৮ জুলাই বিকাল সাড়ে ৫টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হাশেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৫২ জনের মৃত্যু হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিস, জেলা প্রশাসনসহ একাধিক তদন্ত কমিটি গঠন হয়।
এরই মধ্যে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করেছে পুলিশ। ওই দিনই আটজনকে গ্রেফতার করা হয়