প্রিন্ট নারায়ণগঞ্জঃ চাষাড়া-শিমরাইল সড়কের সিদ্ধিরগঞ্জের চৌধুরী বাড়ি এলাকায় পাট বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-৯৬৮৪) উল্টে সড়কের পাশে বিদ্যুত খুটি ভেঙ্গে পড়ায় বিদ্যুত বিচ্ছিন্ন হয়ে পড়ে পূর্ব এনায়েতনগর এলাকা। খবর পেয়ে বিদ্যুৎ অফিস থেকে পুনরায় নতুন খুটি বসিয়ে ৭ ঘন্টা পর বিদ্যুৎ সচল করা হয়।
এছাড়াও সড়কের পাশে গড়ে উঠা দুটি দোকানও দুমড়ে-মুচড়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রবিবার (১ আগষ্ট) ভোর ৫টার দিকে চৌধুরী বাড়ি পিএম গার্মেন্টের সামনের সড়কে এ ঘটনাটি ঘটে।
পাট বোঝাই ট্রাকটি পাবনা থেকে সিদ্ধিরগঞ্জ আজিম মার্কেট কোঅপারেটিভ পাট গোডাউনে যাচ্ছিল। এ ঘটনার পর ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়।
এদিকে সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) আজিজুল দূর্ঘটনাস্থলে পৌঁছে ট্রাকে বোঝাই করা পাট কোঅপারেটিভ পাট গোডাউনের ম্যনেজার বিজনসাহকে বুঝিয়ে দেন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) আজিজুল জানান, ট্রাকটির চালক বা মালিকের সাথে যোগাযোগ হয়নি। ট্রাকে থাকা পাট কোঅপারেটিভ পাট গোডাউনের ম্যনেজার বিজনসাহকে বুঝিয়ে দেয়া হয়েছে। এবং ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যাবো।