রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:১৭ পূর্বাহ্ন

কোভিড-১৯ মোকাবেলায় শোক দিবসে সেচ্ছাসেবকলীগের খাদ্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ১৯৩ বার পড়া হয়েছে

প্রিন্ট নারায়ণগঞ্জঃ জাতীয় শোক দিবস উপলক্ষে দুস্থ্য ও ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকলীগ।

সোমবার (১৬ আগস্ট) সকালে চাষাড়া বাগে জান্নাত মসজিদ সংলগ্ন সড়কে ২৫০ জনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় প্রতিজনকে চাল, আটা, ডাল, আলু, তেল, লবণ, পেয়াজের সাড়ে ৮ কেজির একটি করে প্যাকেজ সবার মাঝে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে নারাণয়গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. জুয়েল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাউন্সিলর সাইফুদ্দিন দুলাল প্রধানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাড. আবু হাসনাত মো. শহীদ বাদল। আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাড. খোকন সাহা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের  জনশক্তিও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক অ্যাড. ইকবাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া খোকন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম জয় প্রমুখ।

এর আগে প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. আবু হাসনাত শহীদ মো. বাদল বলেন, ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকে না তার সাথে বাংলাদেশের নামও মুছে ফেলতে চেয়েছিলো। বঙ্গবন্ধুর ডাকে সাড়ে ৭ কোটি বাঙালি ঝাপিয়ে পরে স্বাধীনতার সূর্যকে ছিনিয়ে এনে ছিলো। কিন্তু বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে এই দেশকে হাজার বছর পিছনে ফেলে দেয়া হয়েছে। আজকে জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে দাড়িয়েছে। যতদিন তার হাতে দেশ থাকবে পথ হারাবে না বাংলাদেশ। উন্নয়নের জোয়াড়ে ভাসছে বাংলাদেশ। আমি স্বেচ্ছাসেবক লীগকে আহবান করবো, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে জননেত্রীর পাশে থেকে কাজ করে যেতে। আজকে উন্নয়নকে বাধাগ্রস্থ করতে বিএনপির ভাইয়ের ষড়যন্ত্রে লিপ্ত। করোনা নিয়ে , টিকা নিয়ে ষড়যন্ত্র । আজ দেশের মানুষ ঝাপিয়ে পরেছে করোনা মোকাবেলা করতে টিকা নেয়ার জন্যে। কোথায় আপনারা? খুজেও পাই না। আজকে এই শোকবাহ দিনে ঐ খুনি খালেদা জিয়া যার স্বামী জিয়াউর রহমান যে নাকি বঙ্গবন্ধুর খুনের সাথে জড়িত তাদের বিচার দাবি করছি আমরা।

বক্তব্য শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্ট নিহত সকলদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া শেষে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৬ অপরাহ্ণ
  • ১৭:১৫ অপরাহ্ণ
  • ১৮:৩১ অপরাহ্ণ
  • ৬:১৬ পূর্বাহ্ণ
©2020PrintNarayanganj  All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
%d bloggers like this: