প্রিন্ট নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় সিনোফার্মার টিকা প্রথম ও দ্বিতীয় ডোজ চলমান থাকলেও সিটি করপোরেশন এলাকায় বন্ধ রয়েছে প্রথম ডোজ টিকা প্রদান কার্যক্রম।
সোমবার (১৬ আগস্ট) জেলা করোনা প্রতিরোধ কমিটির ফোকাল পারসন ডা. সাখাওয়াত হোসেন এ তথ্য জানান।
এর আগে গত ১২ তারিখ থেকেই বন্ধ থাকে সিটি করপোরেশন এলাকায় মর্ডানার প্রথম ডোজ টিকা প্রদান। এখন করোনার মর্ডানার টিকার দ্বিতীয় ডোজ ও অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ টিকা প্রদান চালু আছে সিটি করপোরেশন এলাকায়।
ডা. সাখাওয়াত হোসেন জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী করোনা ভাইরাসের সংক্রামণ রোধে সিটি করপোরেশন এলাকায় মর্ডানার টিকা প্রদানের নির্দেশনা রয়েছে। মর্ডানার টিকা আপাতত প্রথম ডোজ দেয়ার জন্য আমাদের কাছে নেই আর তাই সদর জেনারেল হাসপাতাল ও খানপুর ৩শ শয্যা হাসপাতালে এ টিকা প্রদান কার্যক্রম বন্ধ আছে। তবে দ্বিতীয় ডোজের পর্যাপ্ত টিকা রয়েছে তাই দ্বিতীয় ডোজের টিকা চলমান আছে।
তিনি আরো জানান, সিটি করপোরেশন এলাকায় টিকার প্রথম ডোজ প্রদান কার্যক্রম বন্ধ থাকলেও উপজেলাগুলোতে চলছে সিনোফার্মার টিকা প্রদান কার্যক্রম। সরকারি পরবর্তী নির্দেশনা অনুযায়ী সিটি করপোরেশন এলাকায় টিকার প্রথম ডোজ শুরুর সিদ্ধান্ত নেয়া হবে।