রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:২৯ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জকে জেলা ঘোষণার দাবি আমিই জানাইঃ জাহাঙ্গীর

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ১৯২ বার পড়া হয়েছে

প্রিন্ট নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা পরিষদের সদস্য ও সাবেক তোলারাম কলেজ ছাত্রসংসদের জিএস জাহাঙ্গীর আলম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুন্দর ভাবে দেশ পরিচালনা করছেন। জিয়াউর রহমান আমলে আমি তোলারাম কলেজ ছাত্রসংসদের জিএস ছিলাম, শামীম ছিলেন ভিপি। যারা বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন করেন তাদেরকে ধিক্কার জানাই। ১৯৮১ সালেও ক্ষমতা থেকেও জিয়াউর রহমান তার স্ত্রী (খালেদা জিয়া) জন্মদিন পালন করেনি। নারায়ণগঞ্জ বালুরমাঠে হেলিকপ্টার নিয়ে প্রেসিডেন্ট হিসেবে জিয়া আসলে আমরা ছাত্র-ছাত্রীদের নিয়ে রাস্তায় শুয়ে পড়ে ছিলাম। তখন গুলি করতে চেয়ে ছিল তাকে ঘিরে রাখা সেনা সদস্যরা। পরে জিয়াউর রহমানের হাতে ইশারা তাদের থামিয়ে আমাদের কথা শুনতে সামনে আসেন। পরে তাকে আমি সবার সামনেই তোলারাম কলেজকে সরকারী করণ ও নারায়ণগঞ্জকে জেলা ঘোষণার দাবি জানাই। পরে তিনি তোলারাম কলেজকে তাৎক্ষনিক সরকারী হিসেবে ঘোষণা দেন। আজ যারা গর্জন করে তাদের ওই সময় তোলারাম কলেজের ভিতরে ছিলেন।

বর্তমান পরিস্থিতি নিয়ে জাহাঙ্গীর বলেন, নারায়ণগঞ্জে আওয়ামীলীগের বিশৃঙ্খলা চলছে যা দেশে কোথাও এমন হয় না। কবরস্থান মাটি নিয়ে রাজনীতি করে। এই কবরস্থানটি দান করে ছিল এক হিন্দু পরিবার। এমপি মেয়র চেয়ারম্যানরা যার যার কাজ সঠিক ভাবে পালন করলে নারায়ণগঞ্জ উন্নয়ন হবে। চলুন আমরা সবাই একসাথে আওয়ামীলীগ করি, তাহলে নারায়ণগঞ্জে আওয়ামীলীগ আরো শক্তিশালী হবে।

বুধবার ১৮ আগস্ট দুপুর ২টায় নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক প্রফেসর ডা. আতিকুজ্জামান সোহেলের উদ্যোগে স্বাধীনতা মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৬ অপরাহ্ণ
  • ১৭:১৫ অপরাহ্ণ
  • ১৮:৩১ অপরাহ্ণ
  • ৬:১৬ পূর্বাহ্ণ
©2020PrintNarayanganj  All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
%d bloggers like this: