নিজস্ব প্রতিবেদক : মহামারি করোনাভাইরাসের কারণে দেড় বছর বন্ধ থাকার পর ১২ সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হতে পারে এমন ঘোষণায় সারাদেশে স্কুল-কলেজে প্রস্তুতি শুরু হয়েছে। তারই অংশ হিসেবে পূর্ব চরগড়কূল উচ্চ বিদ্যালয়ে চলছে পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ।
সরেজমিনে দেখা গেছে, নারায়ণগঞ্জের সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের পূর্ব চরগড়কূল উচ্চ বিদ্যালয়ের শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীরা শ্রেণিকক্ষ, বেঞ্চসহ আসবাবপত্র পরিষ্কার করতে ব্যস্ত সময় পার করছেন। এছাড়াও বিদ্যালয়ের আশপাশ ও মাঠে জমে থাকা আগাছাও পরিস্কার করতে দেখা গেছে। করোনা সম্পর্কিত হ্যান্ড-স্যানিটারিজ,সাবান,পানির ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন জানান, সরকারের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। তবে দীর্ঘ ১৮ মাস শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেক শিক্ষার্থী ঝরে যাওয়ার আশঙ্কা রয়েছে। তিনি শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর শিক্ষকদের শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে স্কুলমুখী করার পরামর্শ দেন।
বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ নাজির হোসেন বলেন, করোনাভাইরাসে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মধ্যেও আমরা অনলাইনের মাধ্যমে পাঠদান চালিয়েছি। অ্যাসাইনমেন্টের মাধ্যমে তাদের পরীক্ষা নিয়েছি। আগামী ১২ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নিচ্ছে সরকার। সেজন্য আামার শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই।