নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলীর পূর্ব চরগড়কূল উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতার রজতজয়ন্তী উপলক্ষে আলোচনা,কবিতা আবৃত্তি,, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ মার্চ ) সকালে পতকা উত্তোলনের মধ্যদিয়ে স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। স্কুলের প্রধান শিক্ষক মো.আমাজাদ হোসেনের সভাতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অত্র স্কুলের আজীবন দাতা সদস্য ও সভাপতি মোহাম্মদ নাজির হোসেন।
প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দিয়ে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্যে, প্রথমেই তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি তাঁর গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বলেন,‘জাতির পিতা না থাকলে আমরা কখনো স্বাধীনতা পেতাম না। তাঁর নেতৃত্বেই আমরা স্বাধীনতা অর্জন করেছি। বাংলাদেশ প্রতিষ্ঠায় তার অবদান এত যে বাংলাদেশের নাম বঙ্গবন্ধু রাখলেও তাঁর ঋণ কখনো শোধ হতো না। আজ স্বাধিনতার রজতজয়ন্তীতে এসে আমরা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতধরে একটি স্বনির্ভর বাংলাদেশ পেয়েছি এবং সোনার বাংলা গড়ার লক্ষে তিনি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন।
আরো বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী শিক্ষক মো.ফাহিম আলী, অনুকূল রায় সহ অভিভাবক বৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মোস্তফা, সহকারী প্রধান শিক্ষক নাসরিন আক্তার, সহকারী শিক্ষক আমিরুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি মো.জাহাঙ্গীর হোসেন, তাপস কুমার , জেসমিন আরা জুই.হোসাইন পাটুয়ারী, সানজিদা সুলতানা, অনুকূল রায়,প্রাণ গোপাল ভাওয়াল, মো. সাইফুল্লা লিটন সহ স্কুলের অন্যান্য শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন।