প্রিন্টনারায়ণগঞ্জ : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে বক্তাবলী ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।
গভীর শ্রদ্ধা আর যথাযোগ্য মর্যাদায় সোমবার (১৫ আগস্ট) দুপুরে বিশাল পরিসরে মিলাদ মাহফিল ও দোয়ার মধ্যো দিয়ে শোক দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় গণভোজের আয়োজন করা হয় এবং সকলের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের কার্যকরী সদস্য মো.আজগর আলী ভূঁইয়া, ফতুল্লা থানা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক এডভোকেট আবু তাহের রানা,বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক মো.জামাল হোসেন,আওয়ামী লীগ নেতা মতিউর রহমান জর্জ মিয়া মাষ্টার , আওয়ামী লীগ নেতা মো.গাজিউর রহমান মোল্লা, ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মো.নুর ইসলাম মোল্লা,.আওয়ামী লীগ নেতা দেলোয়ার হাজী,পূর্ব চরগড়কূল উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও ফতুল্লা থানা ছাত্রলীগের সাবেক নেতা মোহাম্মদ নাজির হোসেন, আলোর দিশারি যুব উন্নয়ন সংসদের সভাপতি মো.সোহরাব ভূইয়া,আলোর দিশারি যুব উন্নয়ন সংসদের সাধারণ সম্পাদক ও বায়তুল নূর জামে মসজিদের সভাপতি মো.হালিম মাদবর, আওয়ামী লীগ নেতা আবু তাহের জাহাঙ্গীর মেম্বার , বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ মো.শহীদ ভূইয়া,আওয়ামী লীগ কর্মী মো.কাদির মোল্লা, মো.মোকসেদ আলী,মো.জালাল মোল্লা,মো.ইসলাম মাদবর,মো.সেকান্দর, ছাত্রলীগ নেতা অহিদুল ইসলাম টিটু,অপু মন্ডল,ইমদাদুল হক মিলন শেখ সহ এলাকার রাজনৈতিক ব্যাক্তিবর্গ।