নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জ মহানগর ন্যাপ’র উদ্দ্যোগে ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ’র সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদ’র তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জ শহরের আলী আহাম্মদ চুনকা পৌর মিলয়াতনে ম্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ সেপ্টেম্বর)বিকেলে এ ম্মরণ সভার আয়োজন করা হয়।
ম্মরণ সভার মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- সাংস্কৃতিক ব্যক্তিত্ব ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি।
উত্ত সভায় নারায়ণগঞ্জের বিভিন্ন রাজনৈতিক দল, সমাজিক সংগঠন এবং সংস্কৃতিক জোটের নেত্রীবৃন্দ বক্তব্যে বলেন- অধ্যাপক মোজাফফর আহমদ নির্যাতিত মানুষ এবং সমাজের ধনী গরীবের বৈষম্য প্রকৃত গণতন্ত্র থেকে সমাজতন্ত্রের দিকে প্রতিষ্ঠানের জন্য সংগ্রাম করেছেন। এই বিপ্লবী নেতার প্রতি অকৃত্তিম শ্রদ্ধা। তার আজীবন সংগ্রাম বাঙ্গালী জাতির প্রতি নিবেদিত করেছেন এবং এদেশে রাজনীতির বাতিঘর ছিলেন।
অন্ধবিশ্বাস ও কুসংস্কার মুক্ত রাজনীতি স্বাধীন ও যুক্তিভিত্তিক চিন্তাধারায় ধর্ম কর্ম সহ সমাজতন্ত্র প্রতিষ্ঠা এবং নির্যাতিত সমাজ এবং সধারণ মানুষের মুক্তি চেতনা তিনি গভীরভাবে প্রতিটি মূহুর্ত উপলদ্ধি করেছেন। দেশর চালিকাশক্তি রাজনীতি, রাজনীতে সততা দেশ প্রেমের আর্দশ না থাকলে তার রাজনীতি কলুষমুক্তি না হলে গণতান্ত্রিক সুস্থ ধারার রাজনীতি ও আইনের শাসন প্রতিষ্ঠা না থাকায় দেশ এক ভয়াবহ সংকটে নিপতিত। সন্ত্রাস, গণতন্ত্রহীনতা, মুক্তিযোদ্ধে চেতনা আজ ভূলুন্ঠিত। ধনী-দরিদ্রের বৈষম্য আজ আকাশ পাতাল। সাধারণ মানুষের বেঁচে থাকা আজ কঠিন হয়ে দাড়িয়েছে। ব্যাংকে অর্থ লুট, অর্থ পাঁচার ধনী-গরীবের বৈষ্যমতা সম্প্রদায়িকতা সর্বপরি আজ মুক্তিযোদ্ধর চেতনা অদৃশ্য চাটুকারের খপ্পরে। তাই সাম্রাজ্যবাদ বিরোধী নীতি আর্দশ ও সমাজতন্ত্রের রাজনীতি বিশ্বাসী সকল দেশপ্রেমিক শক্তির ঐক্যবদ্ধ হওয়া আজ জরুরী। আজ অধ্যাপক মোজাফফর আহমেদের তৃতীয় মৃত্যুবাষির্কীতে বক্তারা উপরোক্ত বক্তব্য রাখেন।
, নারায়ণগঞ্জ জেলা ন্যাপ’র সভাপতি এড. এম. এ. ওহাব, নারায়ণগঞ্জ শহর ন্যাপ’র সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন চুন্নু, নারায়ণগঞ্জ ওয়ার্কাস পার্টির সভাপতি হাফিজুল ইসলাম, কমরেড দুললা সাহা, এড. আওলাদ হাসান, শ্রুতি সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মাইনুউদ্দিন মানিক, সমমান সভাপতি সালাউদ্দিন আহমেদ, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহিরূল ইসলাম, সহ-সভাপতি গোবিন্দ্র চন্দ্র সাহা, জাহাঙ্গীর আলম টিপু, নারায়ণগঞ্জ মহানগর ন্যাপ’র সাধারণ সম্পাদক সৈয়দ জাভেদ আহমেদ সভায় সভাপত্বিত করেন নারায়ণগঞ্জ মহানগর ন্যাপ’র কার্যকারী সভাপতি এড. এ. বি. সিদ্দিক প্রমূখ।