রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:১২ পূর্বাহ্ন

পূর্ব চরগড়কূল উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেলের ৫৯তম জন্মদিন পালিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ৩০৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :নারায়ণগঞ্জ সদর উপজেলা বক্তাবলী’র পূর্ব চরগড়কূল উচ্চ বিদ্যালয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন পালিত হয়েছে।

মঙ্গলবার ( ১৮ অক্টোবর) সকালে বর্ণাঢ্য র‌্যালি ও বৃক্ষ রোপন কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। শেখ রাসেল জাতীয় দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষঠানে শেখ রাসেলের উপর সংক্ষীপ্ত জীবন বৃত্তান্ত ও শ্রদ্ধা নিবেদনের মধ্যো দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। শেখ রাসেল জাতীয় দিবসের এবারের মূল প্রতিপাদ্য: ‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক মো. আমজাদ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের আজীবন দাতা সদস্য ও সভাপতি মোহাম্মদ নাজির হোসেন।

এসময় উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মোস্তফা, সহকারী প্রধান শিক্ষক নাসরিন আক্তার, সহকারী শিক্ষক আমিরুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি মো.জাহাঙ্গীর হোসেন, তাপস কুমার , জেসমিন আরা জুই.হোসাইন পাটুয়ারী, সানজিদা সুলতানা, অনুকূল রায়,, মো. সাইফুল্লা লিটন সহ স্কুলের অন্যান্য শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ।

উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতিবিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকরা বঙ্গবন্ধুর সাথে নির্মমভাবে তাকেও হত্যা করে। সে সময় তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৬ অপরাহ্ণ
  • ১৭:১৫ অপরাহ্ণ
  • ১৮:৩১ অপরাহ্ণ
  • ৬:১৬ পূর্বাহ্ণ
©2020PrintNarayanganj  All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
%d bloggers like this: