নিজস্ব সংবাদদাতা: নগরীতে সড়কের মাঝখানের ডিবাইডারে বসে ছিলো এক যুবক। হঠাৎ পড়ে গিয়ে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তাঁর। তাত্ক্ষণিক পুলিশ এসে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে প্রেরণ করে।
বুধবার (২৬ অক্টোবর) রাত ৮:০০ ঘটিকায় নারায়ণগঞ্জ শহরের পুরাতন পালপাড়া সংলগ্ন বঙ্গবন্ধু রোড এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় ঘাতক গাড়িটিকে আটক করা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শীদের কাছে জানা যায়- ও-ই অজ্ঞাত যুবক ‘ড্যান্ডি’ (জুতার আঠা) নামক মাদকে আশক্ত ছিল। নেশাগ্রস্থ হয়ে সড়কে পড়ে যায়। ঠিক ও-ই সময় একটি ট্রাক চাপা দিলে অজ্ঞাত যুবকের মাথা থেতলে যায়। এতে করে ঘটনাস্থলেই ও-ই অজ্ঞাত যুবকটির মৃত্যু হয়।
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এস. আই.) হুমায়ুন কবীর জানান- আমরা খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। প্রাথমিক সুরতহাল শেষ করে মর্গে প্রেরণ করি। প্রাথমিক অবস্থায় জানতে পারি যে, যুবকটি ড্যান্ডী (জুতার আঠা) নামক মাদক সেবন করে অসাবধানতা বসত রাস্তায় পড়ে যায়। এসময় একটি ট্রাকে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। আমরা লাশটির পরিচয় শনাক্ত করার চেষ্টা করছি ও ট্রাকটি আটক করার চেষ্টা করছি। অজ্ঞাত যুবকটির পরিচয় শনাক্ত করার জন্য পুলিশ বুরো ইনভেস্টিগেশন (পিবিআই)কে জানানো হয়েছে। এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়। যার নং ৩৫/২২।
পিবিআই’র উপ-পরিদর্শক (এস. আই.) সাজিদুল ইসলাম খান জানান- আমরা অজ্ঞাত যুবকটির আঙ্গুলের ছাপ নিয়েছি। আমাদের সার্ভারে গিয়ে এটা অনুসন্ধান করলে তার কোনো পরিচয় শনাক্ত করা যায়নি।
Like this:
Like Loading...