নিজস্ব প্রতিবেদক : জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা ও ভালবাসা জানিয়েছেন সামাজিক সংগঠন ‘ধলেশ্বরীর তূীরে’র নেতৃবৃন্দ।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন বক্তাবলী ইউনিয়নের কানাইনগরস্থ শহীদ স্মৃতিস্তম্ভে “ধলেশ্বরীর তীরে”র পক্ষ থেকে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে এ সংগঠনটি।
এ সময় উপস্থিত ছিলেন ধলেশ্বরীর তীরের সভাপতি রোটারিয়ান নুরুজ্জামান জিকু। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধিনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি শ্রদ্ধা জানাচ্ছি মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদ এবং ২ লাখ নির্যাতিত মা-বোনের প্রতি। জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে দ্বীর্ঘ ২৩ বছরের রাজনৈতিক সংগ্রাম এবং ৯ মাসের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা অর্জন করেছি লাল সবুজের পতাকা ও স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।
এ সময় আরও উপস্থিত ছিলেন কানাইনগর ছোবাহানিয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের শিক্ষক মো.হরুন উর রশিদ সরকার, ক্রীড়া শিক্ষক হায়দার আলী, ধলেশ্বরীর তীরে’র সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক, অর্থ সচিব মোসলেহ উদ্দিন,কার্য্যকরী সদস্য আঃ কাদির, মো.আওলাদ হোসেন ফকির,মো. মনিরুজ্জামান স্বপন,মো.নূর হোসেন, মো. মুকছু,মো. আলী হোসেন সহ স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ।