নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জ সদর উপজেলা বক্তাবলী ইউনিয়নের পূর্ব চরগড়কূল উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। শুক্রবার ১৬ ডিসেম্বর সকালে স্কুল অডিটোরিয়াম হলে এ মহাবিজয় দিবস পালিত হয়।
পূর্ব চরগড়কূল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আমজাদ হোসেনের উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য ও সভাপতি মোহাম্মদ নাজির হোসেন, দাতা সদস্য মোশাররফ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাজির হোসেন বলেন, মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের আত্মদান আর দুই লাখ মা-বোনের ত্যাগ-তিতিক্ষায় এই বিজয় অর্জিত হয়। কোটি বাঙালির আত্মনিবেদন ও গৌরবগাঁথা গণবীরত্বে পরাধীনতার অভিশাপ থেকে মুক্তি পায় বাঙালি জাতি। বাঙালির অবিসংবাদিত নেতা ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বাঙালি জাতিকে মুক্তির আকাঙ্খায় উজ্জীবিত করে স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের পথে এগিয়ে নিয়ে যান। তারই ধারাবাহিকতায় আমরা পাই লাল সবুজের পতাকা আর সার্বভৌম বাংলাদেশ।
এসময় উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মোস্তফা, সহকারী প্রধান শিক্ষক নাসরিন আক্তার, সহকারী শিক্ষক আমিরুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি মো.জাহাঙ্গীর হোসেন, তাপস কুমার , জেসমিন আরা জুই.হোসাইন পাটুয়ারী, সানজিদা সুলতানা, অনুকূল রায়,, মো. সাইফুল্লা লিটন সহ স্কুলের অন্যান্য শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ।