এই বিষয়ে নারায়ণগঞ্জ জেলা যুব সংহতির আহবায়ক রিপন ভাওয়ালকে মুঠোফোন কল দিলে তিনি জানান, আমি একটি বিশেষ কাজে কিছুটা ব্যস্ত আছি, তুমি সামনে এসে সাক্ষাৎকার নিও সেখানে কথা বলবো।
মহানগর যুব সংহতির সদস্য সচিব মাহমুদুল হাসান জনি জানান- আমি পারিবারিক কারণে কিছুটা রাজনীতি থেকে দূরে রয়েছি তবে জেলা ও মহানগর মিলে আমরা এককভাবে এখনও রাজনীতি চালিয়ে যাচ্ছি সেই সাথে প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমান’র সহধর্মনি পারভিন ওসমানের নেতৃত্বে রাজপথে আছি এবং সামনে থাকবো। এছাড়াও মহানগরে নতুন কমিটি আসছে তখন আন্দোলন আরও সক্রিয় ভাবে পালন করা যাবে।
বন্দর উপজেলা যুব সংহতির সভাপতি আশরাফুল ইসলাম জানান- নারায়ণগঞ্জ পাঁচ আসনের সংসদ সদস্য দানবীর জননেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ. কে. এম. সেলিম ওসমান’র নেতৃত্বে আমরা বিভিন্ন আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো।
এছাড়াও আমাদের জেলা যুব সংহতির সভাপতি রিপন ভাওয়াল অত্যন্ত বিচক্ষণ রাজনীতিবিদ তার নেতৃত্বে আমরা বন্দর উপজেলা যুব সংহতি জাতীয় কর্মসূচী সহ এই জেলাতেই রাজপথে বিভিন্ন আন্দোলনে ব্যাপকভাবে অংশগ্রহণ করেছি তা আপনারা বিভিন্ন পত্র-পত্রিকায় ও অনলাইন নিউজ পোর্টাল ঘাটলেই পাবেন৷
নারায়ণগঞ্জ সদর উপজেলা যুব সংহতির সভাপতি আনোয়ার হোসেন জানান- ভাই আমি সিনিয়রদের অনুমতি ছাড়া কোন বক্তব্য দিতে পারবো না আমার এখানে চায়ের দাওয়াত রইলো আসবেন৷
সোনারগাঁও উপজেলা যুব সংহতির আহ্বায়ক কাজী লিটুকে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি।