নিজস্ব প্রতিবেদক : ভাষা সৈনিক, স্বধীনতার (মরোনউত্তর) প্রাপ্ত,ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এ কে এম সামসুজ্জোহা, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও নাঃগন্জ পৌরসভার সাবেক চেয়াম্যান আলী আহাম্মদ চুনকা ও মফিজুল ইসলাম স্মরণে জেলা আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮শে ফেব্রুয়ারি) বাদ আসর নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে এ কে এম সামসুজ্জোহা, আলী আহাম্মদ চুনকা, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মফিজুল ইসলাম সহ বর্ষিয়ান তিন নেতার স্মরণে জেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এর সভাপতিত্বে ও আওয়ামী লীগে নেতা মোঃ শহীদুল্লাহ্ মিয়ার সঞ্চালনায় আরোও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান বাচ্চু, এ্যাড, আসাদুজ্জামান, আড়াই হাজার পৌরসভার মেয়র মোঃ সুন্দর আলী আলী, জেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য বিষয় সম্পাদক ডাঃ নিজাম উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য, আজহারুল ইসলাম, শামসুজ্জামান ভাষানী, আমজাদ হোসেন, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক বজলু মোহাম্মদ, জাতীয় শ্রমিক লীগের নেতা মাঈনু উদ্দিন আহমেদ, মোঃ হুমায়ুন কবির, আওয়ামী লীগ নেতা খালিদ হাসান, প্রয়াত মফিজুল ইসলাম এর বড় ছেলে মাহফুজুল ইসলাম রানা, ছোট ছেলে জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য রাজন, সাবেক এমপি পুত্র এরফান হোসেন দিপ, সদর থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, মরিয়ম কল্পনা, মোঃ শাহজাহান প্রমুখ।
সভাপতির বক্তব্যে আব্দুল হাই বলেন, নারায়ণগঞ্জ আওয়ামী লীগের রাজনীতিতে এই তিন নেতার ভূমিকা ছিলো অপরিসীম। তারা দলের জন্য নিরলস পরিশ্রম করেছেন। তাদের স্মরণ করতে হবে। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি।