প্রিন্ট নারায়ণগঞ্জ: আলোচিত দৌলত হত্যা মামলার অন্যতম আসামী আনসার আলীকে গ্রেফতার করা হয়েছে।
গত শুক্রবার রাতে নগরীর ২ নং রেল গেইট এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
এর আগে, মাতাল অবস্থায় নগরীর ২ নং রেল গেইট এলাকায় হট্টগোল সৃষ্টি করলে জনতার হাতে গণধোলাইর শিকার হয় আনসার আলী। এসময় পুলিশ এসে তাকে উদ্ধার করে ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। এসময় তার পরিচয় জানার পর পুলিশ বুঝতে পারে সে দৌলত হত্যা মামলার আসামী, তাই চিকিৎসা শেষে তাকে গ্রেফতার করে পুলিশ।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ১২ টার দিকে গোগনগর ইউনিয়নের চেয়ারম্যান ফজল আলীর মালিকনাধীন ২ নং রেল গেইটস্থ ফজর আলী ট্রেড সেন্টার থেকে মাতাল অবস্থায় নীচে নেমে হট্টগোল শুরু করে দৌলত মেম্বার হত্যার অন্যতম আসামী আনসার আলী। হট্টগোলের এক পর্যায়ে সাধারণ মানুষকে অকথ্য ভাষায় গালি-গালাজ করতে থাকলে জনতার রোষাণলে পড়ে গণধোলাইর শিকার হয়। পরে, পুলিশ এসে তাকে উদ্ধার করে এবং ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যায়।
পুলিশ সুত্রে জানা গেছে, চোর সন্দেহে ২ নং রেল গেইট এলাকায় মারধর করা হচ্ছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এক ব্যক্তিকে আমরা উদ্ধার করি এবং তাকে হাসপাতালে নিয়ে যাই। পরে সেখানে জানতে পারি, সে দৌলত হত্যা মামলার আসামী তাই তাকে তখন আমরা গ্রেফতার করি।
নিহতের ছেলে কাশেম জানান, এই আনসার আলীই আমার পিতার হত্যার মূল পরিকল্পনাকারী। আমরা সকল অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।