প্রিন্ট নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দর বাগবাড়ী এলাকায় ধাওয়া খেয়ে ডোবায় পরে নিলয় আহমেদ বাবু নামে তরুণের মৃত্যুর ঘটনায় কাউন্সিলর আবুল কাউসার আশা সহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশীট) দিয়েছে পুলিশ। সম্প্রতি এ চার্জশীট প্রদান করে ৷
নিলয় যুবলীগের কর্মী। সাবেক কাউন্সিলর দুলাল প্রধানের অনুগামী। রাজনৈতিক সুবিধা নিতেও বর্তমান কাউন্সিলকে ফাঁসানোর জন্য প্রধান আসামি করা হতে পারে ।
যাদের বিরুদ্ধে চার্জশীট দেওয়া হয়েছে তারা হলেন আবুল কাউসার আশা, আমিনুল ওরফে মো. আমিনুল ইসলাম, হাসিনা বেগম, শিপলু ওরফে শিবলু, আফজাল ওরফে মো. আফজাল, জিপু ওরফে মো. জিপু, শহিদুল ইসলাম শইক্কা,সিরাজুল ওরফে সিরাজুল ইসলাম সোবহান।
চার্টশীট সূত্রে জানা যায়, এজহারনামীয় আবুল কাউসার আশা ২৩ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর হিসেবে দায়িত্বে আছেন। অত্র মামলায় ভুক্তভোগী নিলয় আহম্মেদ বাবুসহ আরোও তিনজন ২০২২ সালের ২২ এপ্রিল রাতে এজাহারনামীয় আসামি হাসিনা বেগমের বাসায় ঢুকে মার- ধরসহ নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায় মর্মে আসামি হাসিনা বেগম নিলয় আহম্মেদ বাবুসহ আরো ৩ জনদের বিরুদ্ধে মারধরসহ চুরির বিষয়ে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের তদন্তভার বন্দর পুলিশ ফাঁড়ির এসআই মো. রওশন ফেরদৌসের উপর অর্পিত হয় ৷
আসামি হাসিনা বেগম উক্ত চুরি সংগঠিত বিষয়টি বর্তমান স্থানীয় কাউন্সিলর অত্র মামলার এজাহার নামীয় ১নং আসামী আবুল কায়সার আশার নিকট মৌখিক অভিযোগ দেয়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আবুল কাউসার আশার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে নিলয় হোসেন বাবু নির্বাচনী প্রচারণা করেন। পরে নির্বাচনী ফলাফলে ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর হিসেবে আবু কাউসার আশা জয়ী লাভ করেন। পরবর্তীতে নিলয় হোসেন বাবু প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে কাজ করায় কাউ- ন্সিলর আবুল কাউসার আশা তার উপর ক্ষিপ্ত হয়। আসামী আবুল কাউসার আশা নিলয় হোসেন বাবুর বিরুদ্ধে নালিশ পাওয়ায় একাধিকবার তার অধীনস্থ কাউন্সিলর অফিসে আশার ভয়ে কাউন্সিলর অফিসে উসার আসার জন্য খবর পাঠালে উক্ত আসামী হোসেন নাই। ওই পরিপ্রেক্ষিতে আসামী আবুল কাউসার আশা বাবুর এর প্রতি ক্ষিপ্ত হয়ে এজাহারনামীয় আসামী আমিনুল ওরফে মো. আমিনুল ইসলাম, হাসিনা বেগম, শিপলু ও শিবলু, আফজাল, মো. জিপু, শহিদুল ইসলাম শইক্কা, সিরাজুল ওরফে সিরাজুল ইসলাম, সোবহান, হাসানদের ডিসিষ্ট নিলয় আহম্মেদ বাবুকে ধরিয়ে তার কাউন্সিলর অফিসে আনার জন্য আসামী আবুল কাউসার আশা হুকুম দেন ৷
আসামী আবুল কাউসার আশা আসামী আবুল কাউসার আশার হুকুমে আসামী আমিনুল ওরফে আমিনুল ইসলাম, হাসিনা বেগম, শিপলু ওরফে শিবলু, আফজাল ওরফে মো. আফজাল, জিপু ওরফে মো. জিপু, ইসলাম শইক্কা, সিরাজুল ওরফে সিরাজুল ইসলাম, সোবহান, হাসানগণ ২০২২ সালের ৩০ এপ্রিল রাতে বন্দরের নবীগঞ্জ সাকিনস্থ বাগবাড়ি টিনের মসজিদ সংলগ্ন অস্ত্র মামলার বাদীনির বসতবাড়িতে যায়।
উল্লেখিত আসামীদের দেখিয়া প্রাণ ভয়ে নিলয় আহম্মেদ বাবু পালানোর সময় সকল আসামীরা ধাওয়া দিলে বন্দর থানাধীন নবীগঞ্জ বাগবাড়ি সাকিনস্থ বাদীনির বাড়ির অনুমান ১০০ গজ পূর্ব দিকে মো. মোশারফ, মো. হোসেন, মহসিন, সাইদুল গংদের মালিকানা ভুক্ত পরিত্যাক্ত (হাজামজা) পুকুরে নিলয় আহম্মেদ বাবু পড়িয়া যায় এবং প্রাণে বাঁচার জন্য স্থলে উঠার চেষ্টা করে ।
তখন আসামী আমিনুল ওরফে মো. আমিনুল ইসলাম, হাসিনা বেগম, শিপলু ওরফে শিবলু, আফজাল ওরফে মো. আফজাল, জিপু ওরফে মো. জিপু, শহিদুল ইসলাম শইক্কা, সিরাজুল ওরফে সিরাজুল ইসলাম, সোবহান, হাসানগণ পরস্পর যোগসাজসে নিলয় আহম্মেদ না অবস্থায় হত্যার লক্ষ্য নিক্ষেপ করে । পুকুরে পড়া করে ইট পাটকেল, পাথর বেনারায়ণগঞ্জে
আসামীদের নিক্ষেপক ইট-পাটকেল, পাথর নিলয় আহম্মেদ বাবুর মাথার উপরে পিছনের ভাগেসহ দুই কানে স্বজোড়ে লেগে মারাত্মক রক্তাক্ত জখম প্রাপ্ত হয়ে পুকুরে অচেতন অবস্থায় পড়ে থাকে এবং প্রচুর রক্তক্ষরণ হয়। আসামীগণ নিলয় আহম্মেদ বাবুর মৃত্যু নিশ্চিত হয়ে লাশ গুম করার উদ্দেশ্যে নিলয় আহম্মেদ বাবু (৩০) পুকুর থেকে উঠে পালিয়ে গিয়েছে বলে এলাকায় অপপ্রচার করে।
পরের দিন অর্থাৎ ১মে ডিসিষ্ট নিলয় আহম্মেদ বাবু (৩০) বাড়িতে না আসায় তার নিকটাত্মীয় খোঁজাখুঁজি করাকালীন এলাকার স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পারে যে, ৩০ এপ্রিল আবুল কাউসার আশা (৪০) এর হুকুমে অপরাপর আসামী আমিনুল ওরফে মো. আমিনুল ইসলাম (৫৫), হাসিনা বেগম (৪৫), শিপলু ওরফে শিবলু (৩২), মো. আফজাল (২২) জিপু ওরফে মো. জিপু (২৬), শহিদুল ইসলাম শইকা (৫০), সিরাজুল ওরফে সিরাজুল ইসলাম (৪৫), সোবহান (৩৫), হাসান (২৬) গণ নিলয় আহম্মেদ বাবুকে খোঁজাখুঁজি ও ধাওয়া করলে নিলয় আহম্মেদ বাবু (৩০) পরিত্যাক্ত পুকুরে ঝাঁপ দিয়ে নখোঁজ হয়
কিন্তু এলাকার স্থানীয় ও বাদীনিসহ তার আত্মীয়-স্বজন আসামীদের প্রচারণায় আকৃষ্ট হয়ে সন্দেহ করে যে, নিলয় আহম্মেদ বাবু (৩০) এর বিরুদ্ধে অভিযোগ দেয়ায় সে আত্মগোপন করতে পারে। বাদীনি লিলি বেগম ২ মার্চ বন্দর থানায় ডিসিষ্ট নিলয় আহম্মেদ বাবু (৩০) এর নিখোঁজের বিষয়ে বন্দর থানায় একটি সাধারণ ডায়রী করেন। পরবর্তীতে বাদীনিসহ তাহ নিকটাত্মীয়রা এবং স্থানীয় অনেক লোকজন ৪ মে বন্দর থানাধীন নবীগঞ্জ বাগবাড়ি সাকিনস্থ বাদীনির বাড়ির অনুমান ১০০ গজ পূর্ব দিকে মো. মোশারফ, মো. হোসেন, মহসিন, সাইদুল গংদের মালিকানা ভূক্ত পরিত্যাক্ত (হাজামজা পুকুরে সমবেত ভাবে খোঁজাখুঁজির এক পর্যায়ে ডিসিষ্ট নিলয় আহম্মেদ বাবু (৩০) এর মৃতদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে সংবাদ দিলে মামলাটি রুজুর পূর্বে বন্দর থানার পুলিশ এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ পুকুর থেকে উত্তোলন করে ডিসিষ্ট নিলয় আহম্মেদ বাবু (৩০) এর মৃতদেহ সাক্ষী মো. মোসলে উদ্দিন (৫১) এর শনাক্তমতে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
সুরতহালে প্রস্তুতকালে আসামীদের কর্তৃক ইট পাটকেল নিক্ষেপের কারণে বাবুর মাথায় ও দুই কানে আঘাতের চিহ্ন পরিলক্ষিত হয়।
ময়নাতদন্তের শেষে বন্দর থানায় সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী অফিসার এসআই মোহাম্মদ মফিজুর রহমান, শাহীন মিয়ার উপস্থাপন করা মতে পর্যাপ্ত বৈদ্যুতিক আলোর সাহায্যে আলামত খয়েরী সাদা রংয়ের হাফ হাতা গেঞ্জির কাটা অংশ বিশেষ, একটি কালো রংয়ের জিন্সের ফল প্যান্ট এর কাটা অংশ বিশেষ, একটি বেল্ট এর কাটা অংশ বিশেষ, একটি পুরাতন মানিব্যাগ, একটি গ্যাসলাইট, একটি কালো রঙ্গের বাটন ফোন সাক্ষীদের উপস্থিতিতে তালিকামূলে জব্দ করেন।
এজাহারনামী আসামি হাসিনা ও সোবহানদ্বয়কে গ্রেফতারের পূর্বে আদালতে সোপ না ওর করা হয়। আসামি সোবহানকে আদালতের আদেশক্রমে পুলিশ হেফাজতে এনে জিজ্ঞাসাবাদে শেষে কোর্টে সোপর্দ করা হয়। আবুল কাউসার আশা, আমিনুল, শিবলু, আফজাল, জিপু, শইক্কা, সিরাজুল ইসলামগন বিভিন্ন তারিখে জামিন লাভ করে। পলাতক আসামি হাসানকে গ্রেফতারের উদ্দেশ্যে ব্যাপক অভিযান পরিচালনা করলেও ওই আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে তার তার স্থায়ী নাম ঠিকানা জানা সম্ভব হয়েছে। এছাড়া মামলার নিলয়ের ময়নাতদন্তের রিপোর্ট পর্যালোচনা করে দেখা যায়, আঘাতে রক্তক্ষরণ এবং শকের কারণে মৃত্যু হয়েছে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, হাসিনা বেগম (৪৫) নামে প্রতিবেশী এক নারীর অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় স্থানীয় যুবক নিলয় আহমেদ ওরফে বাবুর সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। তাদের দাবি, অসামাজিক কার্যকলাপ করা হয় এমন অভিযোগে রমজান মাসের মাঝামাঝিতে স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে হাসিনা বেগমকে জিম্মি করে নিলয় টাকা আদায় করেন। এ ঘটনায় হাসিনা বেগম স্থানীয় পঞ্চায়েত কমিটি ও কাউন্সিলরের কাছে বিচার দিয়ে সমাধান না পেয়ে থানা পুলিশের সহায়তা চান। হাসিনা বেগমের সঙ্গে সখ্যতা থাকায় মৌখিক অভিযোগের ভিত্তিতে নিলয়ের বাড়িতে একাধিকবার অভিযান চালান বন্দর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রওশন ফেরদৌস। ১ মে রাতে বন্দরের বাগবা- ড়ি এলাকায় ফোর্স নিয়ে যান ওই এসআই। তখন পুলিশের ধাওয়ায় নিজ বাড়ির কাছে একটি পরিত্যক্ত ডোবায় ঝাঁপিয়ে পড়ে নিখোঁজ হন নিলয়। ঘটনার চারদিন পর গত ৪ মে দুপুরে ওই ডোবা থেকে নিলয়ের পুলিশ গিয়ে উদ্ধার করে উঠলে
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর সেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কাউছার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য আমাকে এ মামলায় আসামি করা হয়েছে। এর পেছনে রয়েছেন সাবেক কাউ-ন্সিলর দুলাল প্রধান । নিহত নিলয় তার আত্মীয়।
কাউন্সিলর আবুল কাউছার আশা আরও বলেন, হাসিনা বেগম অভিযোগ নিয়ে আসলে আমি তাকে থানায় যেতে বলি। এ ঘটনায় আমার তো সম্পৃক্ততা নেই। পুলিশের ধাওয়ায় ডোবায় ঝাঁপিয়ে পড়ে মারা গেছে ওই যুবক। অথচ ওই পুলিশ কর্মকর্তাকে এই মামলায় আসামি করা হয়নি ।