বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৬:১৩ পূর্বাহ্ন

প্রযুক্তিভিত্তিক বাহিনী গড়ার দিকে নজর দিচ্ছি’-প্রধানমন্ত্রী শেখ হাসিনা

অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০
  • ২৬৫ বার পড়া হয়েছে

প্রযুক্তিভিত্তিক বাহিনী গড়ার দিকে নজর দিচ্ছি’-প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আমরা প্রযুক্তিভিত্তিক বাহিনী গড়ার দিকে দৃষ্টি দিচ্ছি। বিমানবাহিনীতে আরও আধুনিক উচ্চক্ষমতাসম্পন্ন যুদ্ধবিমান ক্রয়ের পরিকল্পনা আছে। শিক্ষা নয়, শিক্ষার সঙ্গে শিল্পোন্নত জাতি গঠনে বিমানবাহিনী কাজ করছে। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার (২০ ডিসেম্বর) যশোরে বিমানবাহিনীর রাষ্ট্রপতি কুচকাওয়াজে ভিডিও কনফারেন্সে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ, যে বাংলাদেশের স্বপ্ন জাতির পিতা দেখেছেন। ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হবে বাংলাদেশ। করোনা মোকাবিলায় বিমানবাহিনীর প্রশংসা করেন প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ যাতে কোনও দিক দিয়েই পিছিয়ে না থাকে সেই লক্ষ্যে আমরা কাজ করছি। এজন্য দায়িত্ববোধ ও দেশপ্রেম থাকতে হবে, জাতির পিতার নির্দেশ মেনে চলতে পারলে সততার সঙ্গে দেশকে অনেক দূর এগিয়ে নিতে পারবো। যশোরে বিমানবাহিনী একাডেমি প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ বিমানবাহিনীর ৭৭তম বাফা কোর্স ও ডিরেক্ট এন্ট্রি ২০২০ কোর্স এর কমিশন প্রাপ্তি উপলক্ষে রাষ্ট্রপতি কুচকাওয়াজ ২০২০ অনুষ্ঠিত হয়। বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ক্যাডেটদের মধ্যে পদক, সনদপত্র ও ফ্লাইং ব্যাজ বিতরণ করেন। এবার ২০ জন নারী ক্যাডেটসহ মোট ৬৭ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫ পূর্বাহ্ণ
  • ১১:৪৯ পূর্বাহ্ণ
  • ১৫:৩৫ অপরাহ্ণ
  • ১৭:১৪ অপরাহ্ণ
  • ১৮:৩১ অপরাহ্ণ
  • ৬:২০ পূর্বাহ্ণ
©2020PrintNarayanganj  All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
%d bloggers like this: