তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, মুজিববর্ষে ৯ লাখ গৃহহীন পরিবারকে ঘর দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রত্যেকটি জেলা, উপজেলার গৃহহীন পরিবার ঘর পাচ্ছে। স্বাস্থ্য সেবার জন্য ৩৩৩ এ সেবা পেয়েছে ২০ লক্ষাধিক মানুষ। ৯৯৯ এ ফোন করে ২ কোটি ৫৭ লাখ মানুষ সেবা গ্রহণ করেছে।
ই-সেবার মাধ্যমে ১০ লাখ ফাইল সই হয়েছে। এসব ডিজিটাল বাংলাদেশের অবদান।
বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় নাটোরের সিংড়া উপজেলার লালোর মাঝগ্রামে গৃহহীনদের ঘর নির্মাণ পরিদর্শন শেষে কম্বল বিতরণকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
জুনাইদ আহমেদ পলক বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। ৩৫ সালের মধ্য বাংলাদেশ শক্তিশালী রাষ্ট্রে পরিণত হবে ইনশাল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক মো. শাহরিয়াজ, ইউএনও এম এম সামিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) রকিবুল হাসান, চৌগ্রাম ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা, চৌগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাব হোসেন জিন্নাহ, লালোর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক রুবেল হোসেন প্রমুখ।