অনলাইন ডেস্ক :করোনার সংক্রমণ রোধে একই সঙ্গে দুটি মাস্ক ব্যবহার করলে সুরক্ষা বেড়ে যায় অনেকগুণ বেশি।
যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের এক গবেষণায় এই তথ্য মিলেছে বলে সিএনএনের প্রতিবেদনে জানানো হয়েছে।
গবেষণায় দেখা গেছে, সার্জিক্যাল মাস্কের মতো একটি মাস্কের ওপর কাপড়ের লেয়ারের একটি মাস্ক পরলে তা জীবাণু থেকে ৯২.৫ শতাংশ সুরক্ষা দেয়।
হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের পরিচালক রোচেল ওয়ালেনস্কি বলেন, দুই বছরের বেশি বয়সীরা বাড়ির বাইরে গেলে তাদের মাস্ক পরা উচিত।
তিনি বলেন, মুখ ও নাক ঢেকে রাখতে মাস্ক পরা উচিত। আমরা সব সময়ই বলি, দুই বা তার চেয়ে বেশি লেয়ারের মাস্ক পরতে হবে।
গবেষণায় অংশ নেওয়া সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের প্রধান মেডিকেল কর্মকর্তা ড. জন ব্রকস বলেন, ঝুঁকি থেকে নিজেদের রক্ষা করতে এটি একটি নতুন তথ্য। মাস্ক পরলে খেয়াল রাখতে হবে সেটা যেন এটা যেন সঠিকভাবে হয়।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশে উহানে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। এরপর তা সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে।
এরই মধ্যে করোনার টিকার প্রয়োগ শুরু হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। করোনা মোকাবিলয় টিকাগ্রহণ ছাড়াও সামাজিক দূরত্ব নিয়ন্ত্রণ এবং মাস্ক ব্যবহারের ওপর জোর দিচ্ছেন গবেষকরা।
সূত্র :সমকাল