নাশকতা ও ধর্ষণের ৬ মামলায় ১৮ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে হেফাজত নেতা মামুনুল হককে।
শনিবার (৫ জুন) নারায়ণঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরের পর শুনানি শেষে তাকে আবারও পাঠানো হয় গাজীপুরের কাশিমপুর কারাগারে।
পিবিআই জানিয়েছে, জিজ্ঞাসাবাদে নাশকতার ঘটনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যসহ দোষ স্বীকার করেছেন মামুনুল।
গত ২৮ মার্চ হেফাজতের হরতাল কর্মসূচিতে নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনায় ৪টি মামলা এবং রয়েল রিসোর্টে নারী কেলেংকারি ইস্যুতে মামুনুলের বিরুদ্ধে আরও দুটি মামলা হয়।