শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:৩১ পূর্বাহ্ন

করোনার নমুনা পরীক্ষা করতে যেসব নাম্বারে ফোন দিতে হবে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ২৬৫ বার পড়া হয়েছে

প্রিন্ট নারায়ণগঞ্জঃ কোভিড-১৯ বা করোনার নমুনা পরীক্ষার জন্য নারায়ণগঞ্জের কোভিড ডেডিকেটেট হাসপাতালে আগে থেকে নাম নিবন্ধন করতে হবে। আর এ নিবন্ধন করার জন্য তিনটি মোবাইল নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করেছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক।

২৮ জুলাই বুধবার বিকেলে শহরের খানপুর এলাকার ৩০০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক (বর্তমানে কোভিড ডেডিকেটেট হাসপাতাল) আবুল বাসার এসব কথা বলেন।

তিনি জানান,‘করোনা সংক্রমণ দিন দিন বেড়ে চলেছে। এজন্য প্রতিদিনই নমুনা পরীক্ষার জন্য রোগীদের ভীড় বাড়ছে। ফলে সুষ্ঠু ভাবে সেবা দিতে ও করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে নমুনা সংগ্রহ করার জন্য আগে থেকে সন্ধেহভাজন রোগীর নাম নিবন্ধন করতে হবে। নমুনা সংগ্রহ করা হবে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। নমুনা সংগ্রহের একদিন পর মোবাইলে মেসেজ দিয়ে রিপোর্ট প্রদান করা হবে।

নাম নিবন্ধনের জন্য যোগাযোগ করতে হবে :

সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ০১৯১৯২৫৮৯৯১, সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ০১৮৫৪৪৫৩৭২৩, দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ০১৫৭১৭১৫১৬৯ ও বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ০১৯৭২১৬৪৮৩৫ এ নাম্বারগুলোতে।

তাছাড়া করোনা চিকিৎসা সম্পর্কিত ২৪ ঘণ্টা জরুরী প্রয়োজনে ০১৯০৯ ৪০৩০৫৮ নম্বরে যোগাযোগ করলে ডাক্তার পাওয়া যাবে।

আবুল বাসার বলেন, ‘নিয়ম মেনে নমুনা পরীক্ষা করা হলে রোগী ও আমাদের সেবাদানকারী সকলের সুবিধা হয়। ভোগান্তিও কমে যায়। একদিন একাধিক মানুষ এসে লাইনে দাঁড়িয়ে থাকে সেটা দেখে আমাদেরও খারাপ লাগে। তাই মানুষের সেবায় এ সুবিধা চালু করা হয়েছে।’

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৬ অপরাহ্ণ
  • ১৭:১৫ অপরাহ্ণ
  • ১৮:৩১ অপরাহ্ণ
  • ৬:১৬ পূর্বাহ্ণ
©2020PrintNarayanganj  All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
%d bloggers like this: