প্রিন্ট নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জের বন্দরে একটি ঝুটের গোডাউনে আগুন লেগে লক্ষাধিক টাকার মালামাল ভষ্মীভূত হয়েছে। বন্দর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
শুক্রবার (৩০ জুলাই) সকালে সাড়ে ১০টায় বন্দর উপজেলার উত্তর লক্ষনখোলা এলাকায় এই অগ্নিকান্ড সংগঠিত হয়। মেসার্স জোবায়েদ এন্টারপ্রাইজ নামের ওই গোডাউনে ওয়েস্টিজ সুতা মজুদ করা হতো বলে জানায় মালিকপক্ষ।
গোডাউনের মালিক তাজুল ইসলাম বলেন, লকডাউনের কারণে আমার গোডাউনটি দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। সকাল সাড়ে ১০টার দিকে খবর পাই আমার গোডাউনে আগুন লেগেছে। আমি দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। আগুনে আমার প্রায় ৩২ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
বিষয়টি নিশ্চিত করে বন্দর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর সিরাজুল ইসলাম বলেন, বেলা পৌনে ১ টায় আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারণা করছি সিগারেট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। তবে তদন্তের পর আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতি নিশ্চিত হওয়া যাবে।