শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:৫২ অপরাহ্ন

পণ্যবাহী ট্রাক ভর্তি মানুষ এনে জরিমানা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ২১৯ বার পড়া হয়েছে

প্রিন্ট নারায়ণগঞ্জঃ কঠোর বিধি নিষেধ উপেক্ষা করে নাটোর থেকে দুই ট্রাকভর্তি মানুষ এনে নারায়ণগঞ্জে এক হাজার জরিমানা গুনতে হয়েছে। ১ আগস্ট রোববার দুপুর সোয়া ১২ টায় নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকা দিয়ে যাওয়ার পথে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই জরিমানা গুনতে হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান জানান, কঠোর বিধি নিষেধ অমান্য করে স্বাস্থ্যবিধি নিশ্চিত না করে বেশি ভাড়া আদায় করায় ২ ট্রাকের ড্রাইভারকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। তাদের কারণে অনেকগুলো মানুষের কষ্ট করতে হয়েছে।

ট্রাকের ভিতরে থাকা আইনাল জানান, তিনি ফতুল্লার বিসিক শিল্প নগরী এলাকার একটি কারখানা কাজ করেন। তিনি বলেন, ‘আজ থেকে কারখানা খুলছে। কাজে আসতেই হবে অন্যথায় চাকরি থাকবে না। তাই যে কোনোভাবেই হোক আসতে হবে। কোনো বাস পাইনি। তাই নাটোর থেকে রাত ৯ টায় ৯০০ টাকা ভাড়া দিয়ে ট্রাকে করে রওয়ানা দিয়েছি। সারারাত ঘুমাতে পারিনি। বৃষ্টিতে ভিজতে হয়েছে। কি করবো কাজ যোগ দিতে হবে।’

জাহানারা নামে এক নারী বলেন, ‘আমরা গরীব মানুষ। কাজ না করলে খেতে পারবো না। তাই যে কোনোভাবেই হোক আমাদের কাজে যোগদান করতে হবে। গাড়ি পাইনাই কিভাবে আসবো? পরে ৯০০ টাকা ভাড়া নিয়ে ট্রাকে করে এসেছি।’

জরিমানাপ্রাপ্ত দুই ট্রাকের ড্রাইভার জহিরুল ইসলাম ও তাইজুল জানান, রাত ৯ টায় তারা নাটোর থেকে ট্রাক নিয়ে রওয়ানা দিয়েছেন। কোনো গাড়ি না থাকায় মানুষজন তাদের ভাড়া নিয়ে আসছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৬ অপরাহ্ণ
  • ১৭:১৫ অপরাহ্ণ
  • ১৮:৩১ অপরাহ্ণ
  • ৬:১৬ পূর্বাহ্ণ
©2020PrintNarayanganj  All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
%d bloggers like this: