শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:৩৩ পূর্বাহ্ন

হত্যা মামলার পলাতক আসামী আবু সুফিয়ান গ্রেফতার (বিস্তারিত)

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ৫০৭ বার পড়া হয়েছে

প্রিন্ট নারায়ণগঞ্জঃ নারায়নগঞ্জের ফতুল্লা ইউনিয়নের হাজীগঞ্জ এলাকার একাধিক হত্যা মামলার পলাতক আসামি ও শীর্ষ মাদক ব্যাবসায়ী আবু সুফিয়ানকে গ্রেফতার করছে, র‍্যাপিড একশন ব্যাটিলিয়ন (র‍্যাব-১১) সদর, এর একটি চৌকস দল।

গত ২রা আগস্ট ২০২১ (রবিবার) রাত ১০ টায়, গোপন সংবাদের ভিত্তিতে, র‌্যাব-১১, নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন পাঠানটুলী বাস স্ট্যান্ড এর নিকটবর্তী একটি পরিত্যক্ত বাড়ি হতে এজাহারনামীয় পলাতক আসামী আবু সুফিয়ান (৩৫)’কে গ্রেফতার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী এজাহারনামীয় অন্যান্য আসামীদের পরষ্পর যোগসাজশে ২০১৫ সালে একটি হত্যাকান্ড ঘটায়। উক্ত ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আবু সুফিয়ান উক্ত মামলার ১নং এজাহারনামীয় আসামী। মামলা হওয়ার পর থেকে সে গাঁ-ঢাকা দিয়ে বিভিন্ন কৌশলে পালিয়ে বেড়াচ্ছিল এবং একের পর এক বিভিন্ন হত্যাকান্ডের সাথে জড়িত থেকে দীর্ঘদিন একটি মাদক ব্যাবসায়ী চক্রকে পরিচালনা করে আসছিল।

সর্বশেষ, ২০২০ সালের ১লা জুলাই পবিত্র ঈদুল আযহা’র রাতে আবু সুফিয়ান ও তার সহযোগীরা মিলে, ফতুল্লা থানাধীন হাজীগঞ্জ এলাকার আহাদ আলম শুভ (২৮) নামে, এক যুবককে পাঠানটুলী বাসস্ট্যান্ডে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করলে নিহতের পিতা সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আসামি ধরা ছোয়ার বাহিরে থাকায়,মামলার তদন্তকারী অফিসার মামলাটির তদন্ত শেষে আসামিকে পলাতক দেখিয়ে অভিযোগ পত্র দাখিল করেন।

এ ব্যাপারে কোর্ট ইন্সপেক্টর আসাদুজ্জামান, পিপিএম জানান, গত ২০১৫ সালে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা (নংঃ- ৪৭/১১) দাখিল করলে, এই মামলার তদন্ত কারী অফিসার মামলাটির তদন্ত শেষে আসামি মোঃ আবু সুফিয়ানকে পলাতক দেখিয়ে অভিযোগ পত্র দাখিল করে। পরবর্তীতে আসামি সুফিয়ানের বিরুদ্ধে বিজ্ঞ আদালত কর্তৃক ওয়ারেন্ট ইস্যু হলে, ওয়ারেন্ট এর মূলে তার পাঁচ জন সহযোগী সহ আশিক, আশিক(২), সোয়াদ, আলামিন ও সেলিমকে গ্রেফতার করে র‍্যাব-১১। এসময় তাদের কাছ থেকে দুইটি সুইস গিয়ার সহ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

আসামি আবু সুফিয়ানকে ফতুল্লা মডেল থানার মাধ্যমে বিজ্ঞ আদালতে  প্রেরণ  করা হলে, বিজ্ঞ আদালত আসামি কে (সি ডাব্লিউ) মূলে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেয়।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৬ অপরাহ্ণ
  • ১৭:১৫ অপরাহ্ণ
  • ১৮:৩১ অপরাহ্ণ
  • ৬:১৬ পূর্বাহ্ণ
©2020PrintNarayanganj  All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
%d bloggers like this: