প্রিন্ট নারায়ণগঞ্জঃ নারায়নগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেছেন,সারাদেশের ন্যায় নারায়নগঞ্জে ৭১ টি সেন্টারে ,৩৯টি ইউনিয়ন পরিষদ,৫টি পৌরসভা,১টি সিটি করপোরেশনে আমরা ৪৩ হাজার ভ্যাকসিনের জন্য কাজ করছি।উৎসবমুখর পরিবেশে আমাদের এ ভ্যাকসিনের কার্যক্রম চলছে।মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় আমরা ২৫ বছরের উর্দ্ধে সকলকে দিচ্ছি।যারা বৃদ্ধ,বীর মুক্তিযুদ্ধা,বিধবা,অসহায় ও পঙ্গু তাদেরকে আমরা ভ্যাকসিনের জন্য রেজ্রিস্টেশন করে সরকারের বিধিবিধানের আলোকে সারা নারায়নগঞ্জে আমরা এ কার্যক্রম অব্যাহত রেখেছি।আল্লাহর রহমতে আমরা এখনো খারাপ সংবাদ পাই নি,আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন নিয়ে আমরা এগিয়ে নিচ্ছি।মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন শতকরা ৮০ ভাগ মানুষকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আনতে,তাই সে লক্ষ্যে আমরা নারায়নগঞ্জে কাজ করে যাচ্ছি।
শনিবার (৭ আগষ্ট) সকালে কাচঁপুর ইউনিয়নের কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোভিড-১৯ প্রতিরোধে সরকারের গনটিকাদান কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ-৩(সোনারগাঁ) আসনের সাংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা,সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম,কাচঁপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
এর আগে তিনি নারায়নগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ভুইঘর দারুচ্ছুন্নাহ ইসলামিয়া ফাযিল মাদ্রাসা টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন।ওই সময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জায়েদুল আলম,সিভিল সার্জন ডা.ইমতিয়াজ সহ জেলার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
উল্লেখ্য, সারা দেশে গণটিকার কার্যক্রম শনিবার (৭ আগস্ট) শুরু হওয়ার কথা থাকলেও সে সিদ্ধান্ত পরিবর্তন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে শনিবারই (৭ আগস্ট) পরীক্ষামূলকভাবে গণটিকার কার্যক্রম শুরু হবে। এর এক সপ্তাহ পর আগামী ১৪ আগস্ট থেকে ১৯ আগস্ট পর্যন্ত পুরোদমে চলবে গণটিকার কার্যক্রম।