প্রিন্ট নারায়ণগঞ্জঃ যৌতুকের দাবীতে স্ত্রীর মুখে ব্লেড দিয়ে জখমের অভিযোগে স্বামী আল আমিন (৩০) কে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। শনিবার (৭ জুলাই) দুপুরে তাকে গ্রেফতার করে পুলিশ।
এর আগে শনিবার সকালে ভুক্তভোগী ঝর্ণা আক্তার (২৪) বাদী হয়ে স্বামী আল আমিনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করে।
গ্রেফতারকৃত আল আমিন ঢাকার দক্ষিন কেরানীগঞ্জের টিন মসজিদ গলির কাজী ভিলার মো. ইসমাইল হোসেনের ছেলে।
ঝর্ণা আক্তার অভিযোগ করে জানান, পাঁচ বছর পূর্বে আল আমিনের সাথে তার বিয়ে হয়। তাদের সংসারে আড়াই বছর বয়সী আফরিদা নামক একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই তার স্বামী যৌতুকের দাবীতে তাকে নিরর্যাত করে আসছিলো। এরই ধারাবাহিকতায় চলতি মাসের চার তারিখে তার স্বামী এক লাখ টাকা যৌতুকের দাবীতে তাকে বেদম প্রহার করে। ফলে সে ফতুল্লা লালপুরস্থ তার বড় বোনের বাসায় মেয়ে আফরিদা কে নিয়ে চলে আসে। এর একদিন পর অর্থাৎ ৫ তারিখ বৃহস্পতিবার রাত আটটার দিকে তার স্বামী লালপুরস্থ তার বড় বোনের বাসায় এসে যৌতুকের এক লাখ টাকা দাবী করে। এ নিয়ে কথা কাটাকাটি হয় পরে বড় বোনের বাসায় রাত্রি যাপন করে। শুক্রবার (৬ জুলাই) সকাল নয়টার দিকে পুনরায় এক লাখ টাকা যৌতুক দাবী করলে সে টাকা প্রদানে অস্বীকার করে। এতে তার স্বামী ক্ষিপ্ত হয়ে তাকে মারধর সহ সাথে থাকা ব্লেড দিয়ে মুখে আঘাত করে।