শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:৪৩ পূর্বাহ্ন

সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করছে শামীম ওসমান : আইভী

প্রেস বিজ্ঞপ্তি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ৩৪৫ বার পড়া হয়েছে

প্রিন্ট নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জ শহরের মাসদাইর কবরস্থানে দাদা-দাদী ও বাবা-মা সহ বেশ কয়েকটি কবরে নতুন মাটি দেওয়ার ঘটনায় নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানের অভিযোগ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের হীন উদ্দেশ্য বলে মন্তব্য করেছেন সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেন, ‘নারায়ণগঞ্জবাসী সাম্প্রদায়িক সম্প্রীতির স্বাক্ষরবহন করে। কবরস্থান ও শ্মশানের জন্য ভূমি দান করেছেন হরকান্ত ব্যানার্জী, যা পরবর্তীতে আয়তন বৃদ্ধি করা হয়।’

মঙ্গলবার বিকেলে নিজের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী এসব কথা বলেন।

এর আগে সোমবার বিকেলে এমপি শামীম ওসমান মাসদাইরে দাদা-দাদী, বাবা-মা ও ভাইয়ের কবর পরিদর্শনে যান। ওইসময় স্বজনদের সহ মুক্তিযোদ্ধাদের কবরের উপর নতুন করে মাটি দেখতে পেয়ে অভিযোগ করেন শ্মশানের মাটি কবরের উপর দেওয়া হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে মাটি সরিয়ে নেওয়ার জন্য সিটি করপোরেশনের ঠিকাদারকে হুশিয়ারী দেন।

শামীম ওসমান বলেন, ‘৪৮ ঘণ্টা সময় দিলাম যেভাবে কবরস্থান ছিল সেভাবে যেন হয়ে আসে। নাহলে কবর এখানে আরও দুই চারটা হইব। ৪৮ ঘণ্টার মধ্যে এখানে কাল দাগ ছিল কাল দাগ যেন ভেসে আসে। আর যদি না পারো তাহলে পারমিশন দাও এখান থেকে কিছু মাটি নিয়ে তোমার বাবার কবরে দিয়ে আসি। আগে যেমনে ছিল সেভাবে দিবা। আগে শামীম অইলে এমনে কথা কইত? আগের শামীম অইলে তুমি মাটি থাকতা না।

এর প্রেক্ষিতে প্রেস বিজ্ঞপ্তিতে মেয়র আইভী বলেন, ‘নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান তাঁর বাবা ও মা সহ স্বজনদের কবর জিয়ারত শেষে অভিযোগ করেন যে, তাঁর স্বজনদের কবরে শ্মশানের মাটি দিয়ে ঢেকে দেয়া হয়েছে। তিনি আরো বলেন,‘এটা ইবলিশের কাজ।

কিন্তু প্রকৃত সত্য হল, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের স্বজনদের কবরে শ্মশানের মাটি ফেলা হয়নি। প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের কবর অপেক্ষাকৃত নিচু। সেখানে পানি জমে থাকার আশংকা করে পারভীন ওসমান তাঁদের পারিবারিক আত্মীয় নাসির’কে মাটি ফেলার জন্য পাঠায়। নাসির বাইরে থেকে মাটি এনে শামীম ওসমানের ভাই সহ স্বজনদের কবর ভরাট করে। এ কাজে সিটি করপোরেশন কর্তৃক নিযুক্ত কেয়ারটেকার সামসুদ্দিন সহযোগিতা করেছে মাত্র। এখানে বিশেষ ভাবে উল্লেখ্য যে, নাসির যে মাটি দিয়ে কবরস্থান ভরাট করেছে, তার রঙ সাদা কিন্তু শ্মশানের পুকুরের মাটির রং লাল।

তিনি আরো বলেন,‘সত্যকে আড়াল করে সংসদ সদস্য সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের হীন উদ্দেশ্যে এ অভিযোগ ও বিতর্কিত মন্তব্য করেছেন। ইতিপূর্বেও একটি প্রভাবশালী মহল হেফাজতে ইসলামের মাধ্যমে একই ভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা করেছে, যা নারায়ণগঞ্জবাসী অবগত রয়েছেন। নারায়ণগঞ্জের কেন্দ্রীয় কবরস্থান এলাকার পাশাপাশি ৪টি ধর্মের অনুসারীদের দাফন/সৎকার সম্পন্ন করা হয়। যা সারা বিশ্বে বিরল এবং নারায়ণগঞ্জবাসীর সাম্প্রদায়িক সম্প্রীতির স্বাক্ষর বহন করে। এখানে উল্লেখ্য যে, কবরস্থান ও শ্মশানের জন্য বিলাশ এ ভূমি দান করেছেন শ্রী হরকান্ত ব্যানার্জী, পরবর্তীতে সময়ের প্রয়োজনে এর আয়তন বৃদ্ধি করা হয়েছে। নারায়ণগঞ্জবাসী সবসময় সত্য আর ন্যায়’কে সমর্থন করেছেন।

আজকেও আমি পূণরায় সত্য ও ন্যায়ের পক্ষে থেকে মিথ্যা, অপপ্রচার, অন্যায়কে রুখে দেয়ার উদার্ত আহবান জানাচ্ছি এবং এই মিথ্যা, বানোয়াট, ভীত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ, ঘৃণা ও নিন্দা জ্ঞাপন করছি। নারায়ণগঞ্জবাসীকে আমাদের পাশে থেকে সহযোগিতা করার অনুরোধ জানাচ্ছি।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৬ অপরাহ্ণ
  • ১৭:১৫ অপরাহ্ণ
  • ১৮:৩১ অপরাহ্ণ
  • ৬:১৬ পূর্বাহ্ণ
©2020PrintNarayanganj  All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
%d bloggers like this: