প্রিন্ট নারায়ণগঞ্জঃ পণ্যবাহী পিকআপের চালক মো. শরিফুল ইসলাম ও হেলপার জনি বেপারী। চালক ও হেলপার পেশার ছদ্মবেশে অভিনব কৌশলে কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশেপাশের এলাকায় সরবরাহ করতো ওরা।
এমন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চিটাগাং রোড এলাকায় সোমবার সন্ধ্যায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র্যাব-১১। অভিযানে কুমিল্লা হতে ঢাকাগামী একটি পিকআপ তল্লাশী করে ২৪ কেজি গাঁজাসহ মো. শরিফুল ইসলাম ও জনি বেপারীকে গ্রেপ্তার করা হয়।
এ সময় মাদক সরবারহের কাজে র্যবহৃত ওই পিকআপটি (ঢাকা মেট্টো ম- ১৬-৬৬০৯) জব্দ করে র্যাব। গ্রেপ্তারকৃত পিকআপের চালক মো. শরিফুল ইসলাম মানিকগঞ্জ জেলার ঘিউর থানাধীন মোগরভাঙ্গা এলাকার মো. এনামুল হক এর ছেলে এবং হেলপার জনি বেপারী মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানাধীন পাইকপাড়া এলাকার আক্কাস বেপারীর ছেলে