মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ০৯:০২ পূর্বাহ্ন

কাশিপুরে ক্রোনী গ্রুপের গার্মেন্টসে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
  • ৩৪৮ বার পড়া হয়েছে

প্রিন্ট নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাটখোলা এলাকায় বিকেএমইএ’র সাবেক সহসভাপতি আসলাম সানির মালিকানাধীন ক্রোনী গ্রুপের পোশাক কারখানায় প্রবীণ বৈদ্য (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ আগস্ট) বেলা সোয়া ১১টার দিকে কারখানার ডাইং সেকশনে এই ঘটনা ঘটে।

কারখানার এক শ্রমিক গণমাধ্যমকে জানান, ডাইং সেকশনের নিচতলা থেকে ফেব্রিক্সের (কাপড়) বোঝা নিয়ে দোতলায় যাচ্ছিলেন প্রবীণ। এক পর্যায়ে লিফটের তার ছিড়ে যায়। পরে কাপড়ের ভারী বোঝা গায়ের উপর পড়লে প্রবীণ বৈদ্য গুরুত্বর আহত হন। তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রবীণের ভাই প্রশান্ত কুমার মুঠোফোনে জানান, কারখানায় লিফটের তার ছিড়ে গেলে কাপড়ের ভারী বোঝা গায়ে পড়ে প্রবীণের মৃত্যু হয়েছে।তারা ভাইয়ের মরদেহ নিয়ে গোপালগঞ্জে যাচ্ছেন।

হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক মো. নাজমুল হোসেন জানান, নিহতের শরীরের উপর কাপড়ের ভারী বোঝা পড়ে গিয়েছিল বলে লাশ নিয়ে আসা লোকজন জানিয়েছেন। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। নিহতের স্বজনরা মৃতদেহ নিয়ে গেছে।

তবে ক্রোনী গ্রুপের ওই পোশাক কারখানার জ্যেষ্ঠ ব্যবস্থাপক আবু জাফর গণমাধ্যমকে বলেন, ‘কর্মরত অবস্থায় হার্ট স্ট্রোক করে প্রবীণ বৈদ্যের মৃত্যু হয়েছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান বলেন, এ বিষয়ে আমাদের কাছে কেউ অভিযোগ করেনি। আমরা ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠিয়েছি।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৬ পূর্বাহ্ণ
  • ১১:৪৬ পূর্বাহ্ণ
  • ১৫:৩৯ অপরাহ্ণ
  • ১৭:১৮ অপরাহ্ণ
  • ১৮:৩৪ অপরাহ্ণ
  • ৬:১০ পূর্বাহ্ণ
©2020PrintNarayanganj  All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
%d bloggers like this: