শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১২:৫১ অপরাহ্ন

শেষ দিনেও মডার্নার টিকা নিতে উপচেপড়া ভীড়

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
  • ২৪৫ বার পড়া হয়েছে

প্রিন্ট নারায়ণগঞ্জঃ বৃহস্পতিবার ১২ আগষ্ট পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার বাসিন্দাদের কোভিড-১৯ ভ্যাকসিন মডার্নার টিকা দিয়েছে সরকার। যে কারণে বৃহস্পতিবার শেষ দিনেও টিকা নিতে আসা লোকজনের উপচেপড়া ভীড় ছিল শহরের নিতাইগঞ্জ এলাকায় নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে। বৃহস্পতিবার ভোর থেকেই টিকা নিতে আগ্রহীরা হাসপাতালে ভীড় জমায়।

জানা গেছে, বাণিজ্যনগরী নারায়ণগঞ্জে প্রতিদিনই গড়ে করোনা আক্রান্ত হচ্ছে দুই শতাধিকের বেশি। যে কারণে করোনা থেকে বাঁচতে কোভিড-১৯ ভ্যাকসিন নেওয়ার মানুষের আগ্রহ দিন দিন বেড়ে চলেছে। তবে সরকারি প্রজ্ঞাপনের কারণে ১২ আগস্টের পর মর্ডানার ভ্যাকসিন বন্ধ। সেজন্যও আগ্রহ বেড়েছিল সাধারণ মানুষের মধ্যে। অনেক অফিস আদালতেও এখন ভ্যাকিসন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এজন্য শেষ দিনেও ছিল উপচেপড়া ভীড়। টিকা নিতে আসা লোকজনের লাইন হাসপাতালের বাহিরেও চলে গিয়েছিল।

সরেজমিনে শহরের নিতাইগঞ্জ এলাকায় নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে টিকাদান কেন্দ্রে গিয়ে দেখা যায়, অন্যান্য দিনের ন্যায় বৃহস্পতিবারও ভোর ৬টা থেকে টিকা নিতে লাইন ধরে দাঁড়িয়ে আছেন বিভিন্ন বয়সের নারী পুরুষ। সময় যত গিয়েছে ততই লাইন বড় হয়েছে। এক পর্যায়ে লাইন হাসপাতালের সীমানা ছাড়িয়ে হাসপাতালের বাহিরে বঙ্গবন্ধু সড়কে চলে যায়। এসময় করোনা সুরক্ষায় সামাজিক দূরত্বের কোন বালাই ছিলনা। অনেকেই মুখে মাস্ক পড়া ছিল না। যারা মাস্ক পড়ে এসেছিল তারাও হাতে কিংবা গলায় ঝুলিয়ে রেখেছিল। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা শেখ মোস্তফা আলী বলেন, সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী ১২ আগস্টের পর মর্ডানার ভ্যাকসিন বন্ধ। সেজন্যও আগ্রহ বেড়েছিল। অনেক অফিস আদালতেও এখন ভ্যাকিসন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এজন্য উপচেপড়া ভীড়ের অন্যতম কারণ।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৬ অপরাহ্ণ
  • ১৭:১৫ অপরাহ্ণ
  • ১৮:৩১ অপরাহ্ণ
  • ৬:১৬ পূর্বাহ্ণ
©2020PrintNarayanganj  All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
%d bloggers like this: