প্রিন্ট নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জ টেকনিক্যাল স্কুল ও কলেজ (ভোকেশনাল) এর খেলার মাঠ রক্ষায় মানববন্ধন করেছে সম্মিলিত শিক্ষর্থী-অভিভাবকরা। ১৩ আগষ্ট (শুক্রবার) সকাল ১১টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে খেলার মাঠ বিলুপ্ত করে ভবন নির্মাণ পৃথিবীর কোন সভ্য দেশের কাজ হতে পারে না, কেননা একটি শিক্ষার্থীর শিক্ষার পাশাপাশি খেলাধুলা তার দৈহিক এবং মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যা সমাজের এবং রাষ্ট্রের সুস্থ ধারার গতিকে তরান্বিত করতে সহায়ক হিসেবে কাজ করে। প্রধানমন্ত্রী খেলার মাঠ, জলাশয় রক্ষার নির্দেশনা দিয়েছেন, তা উপেক্ষা করে খেলার মাঠ কেটে ভবন নির্মাণ করার মতো আত্মঘাতী কাজ কি করে নারায়ণগঞ্জ টেকনিক্যাল স্কুল ও কলেজ (ভোকেশনাল) কর্তৃপক্ষ নিয়েছে তা বোধগম্য নয়।
বক্তারা বলেন, যেহেতু প্রতিষ্ঠানের অভ্যন্তরে নতুন ভবন করার মতো যথেষ্ট ভূমি রয়েছে তাই খেলার মাঠ ঠিক রেখে নতুন ভবনের কাজ করার জোর দাবি জানাই। প্রধানমন্ত্রীর মাঠ রক্ষার নির্দেশনা বাস্তবায়নের জন্য যা যা করা দরকার আমরা তার জন্য প্রস্তুত রয়েছি।
মাঠ রক্ষা কমিটির আহ্বায়ক ও মুখপাত্র গোলাম মোস্তফা সাচ্ এর সভাপতিত্বে এবং সদস্য সচিব কাজী হারুন আল মামুনের সঞ্চালনায় মানব বন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা মন্টু ঘোষ, কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিমাংশু সাহা, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কন্ট্রোল কমিশন শহিদুল আলম নান্নু, রুপালী তারার মেলার কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম গোলক, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সদস্য ও বাংলাদেশে যুব মৈত্রীর জেলা যুগ্ম আহ্বায়ক মাইন উদ্দিন বারী, বাংলাদেশ ছাত্র মৈত্রীর জেলা সভাপতি জেসমিন আক্তার, সহ সাধারণ সম্পাদক রাফি উদ্দিন আহমেদ প্রাচী, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের জেলা সভাপতি শুভ বনিক, সাধারণ সম্পাদক ইবনে সানি দেওয়ান, সহ সাধারণ সম্পাদক সংহতি ঘোষ রমা, সাংগঠনিক সম্পাদক ইফাদ ইমতিয়াজ অয়ন্ত, ছাত্র ফেডারেশনের সভাপতি ইলিয়াস জামান, মাঠ রক্ষায় সম্মিলিত কমিটির সদস্য ও জাতীয় ফুটবল দলের খেলোয়াড় মাসুদ রানা, আসমা আক্তার, সজল, আমিনুল ইসলাম রকি, আবু সাঈদ, জাহিদুল ইসলাম শুভ, গোলাম মর্তুজা আকাশ, পাবেল, সোহান, বীথি, সীমান্ত প্রমুখ।