রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:১৯ পূর্বাহ্ন

বুড়িগঙ্গা নদীতে গৃহবধূর লাশ , হত্যার অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ১৭৯ বার পড়া হয়েছে

প্রিন্ট নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদী থেকে নুসরাত আক্তার মালা (১৭) নামে এক কিশোরী গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে। শনিবার (১৪ আগস্ট) সকাল ১০টার দিকে কোস্টগার্ড পাগলা স্টেশনের সদস্যরা লাশটি উদ্ধার করে।

নিহত নুসরাতের পরিবারের অভিযোগ, নুসরাতের স্বামী তাকে মারধর করে নদীতে ফেলে হত্যা করেছে। গত বৃহস্পতিবার থেকে নুসরাত নিখোঁজ ছিলেন। নিহত নুসরাত বরিশালের মেহেন্দিগঞ্জ এলাকার নূর নবী দেওয়ানের মেয়ে। ভাড়া থাকতেন ঢাকার ডেমরা মীর হাজিরবাগ এলাকায়।

নিহত পরিবারের লোকজন জানায়, দেড় বছর আগে অষ্টম শ্রেণি পড়–য়া নুসরাত বিয়ে করেন মুজিবুর রহমান (২৫) নামে এক ওয়ার্কশপের শ্রমিককে। মুজিবুরের গ্রামের বাড়িও বরিশালে। করোনায় কাজ হারিয়ে ব্যবসার জন্য নুসরাতের পরিবারের কাছে ২ লাখ টাকা দাবি করেছিল মুজিবুর। নুসরাতের পরিবার তা দিতে পারেনি। এ নিয়ে নুসরাতকে মারধর করতো স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। নির্যাতনের শিকার নুসরাত গত প্রায় দেড় মাস যাবৎ বাবার বাড়িতে থাকছিলেন। গত বৃহস্পতিবার রাতে মজিবুর নুসরাতকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারপর থেকেই নুসরাত নিখোঁজ ছিল।

তবে নুসরাতের স্বামী মজিবুরের দাবি, গত বৃহস্পতিবার রাতে তাদের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার সময় পোস্তগোলা সেতু থেকে লাফিয়ে পড়ে নুসরাত। রাতে নদীতে খোঁজাখুজি করে তাকে পায়নি কোস্টগার্ডের সদস্যরা।

কোস্টগার্ড পাগলা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট আশমাদুল ইসলাম জানান, শনিবার সকালে পাগলা তালতলা এলাকায় একটি লাশ ভেসে ওঠে। কোস্টগার্ড সদস্যরা লাশটি উদ্ধার করে সদরঘাট নৌ পুলিশের কাছে হস্তান্তর করে। নুসরাতে পরিবারের সদস্যরা লাশটি নুসরাতের বলে শনাক্ত করেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি (তদন্ত) তারিকুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশ গিয়েছিল। লাশটি নদীতে পাওয়া গেছে। নদীর বিষয়টি নৌ পুলিশের আওতাধীন তাই বিষয়টি নৌ পুলিশ(পাগলা ইউনিট) তদন্ত করছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৬ অপরাহ্ণ
  • ১৭:১৫ অপরাহ্ণ
  • ১৮:৩১ অপরাহ্ণ
  • ৬:১৬ পূর্বাহ্ণ
©2020PrintNarayanganj  All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
%d bloggers like this: