রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:২১ পূর্বাহ্ন

যথাযথ মর্যাদায় নারায়ণগঞ্জে শোক দিবস পালিত

অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ২৫৪ বার পড়া হয়েছে

প্রিন্ট নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জে যথাযথ মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। রবিবার (১৫ আগস্ট) সূর্যোদয় থেকে রাত পর্যন্ত জেলার সর্বত্র দিনটি পালন করেন বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। সকাল সাড়ে ৯টায় চাষাঢ়া বিজয়স্তম্ভে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।

সকাল ১০টার শহরের ২নং রেলগেইট এলাকার বঙ্গবন্ধু চত্ত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। এ সসময় আরো উপস্থিত ছিলেন এ সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবুল আমিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী কামরুল হাসান, নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেন, পরিচ্ছন্ন কর্মকর্তা আবুল হোসেন, আলমগীর হীরণ, পরিদর্শক শ্যামল পাল, কাউন্সিলর কবির হোসাইন প্রমুখ।

এর আগে সকাল সাড়ে ৯টায় চাষাড়া বিজয়স্তম্ভে জেলা প্রশাসনের পরপর একে একে শ্রদ্ধা নিবেদন করে জেলা পুলিশ, র‌্যাব-১১, সিভিল সার্জন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড,ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪, নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, জেলা পরিষদ, নারায়ণগঞ্জ লেডিস ক্লাব, বিকেএমইএ, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি, জেলা নির্বাচন অফিস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বঙ্গবন্ধু পরিষদ, জেলা শিক্ষা অফিস, নারায়ণগঞ্জ সড়ক বিভাগ, নারায়ণগঞ্জ জেলা কারাগার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ৭১ এর ঘাতক দালাল নির্মূল কমিটি, জেলা ছাত্রলীগ, সরকারী তোলারাম কলেজ, বিদ্যানিকেতন হাই স্কুল সহ সরকারী-বেসরকারী সংগঠন।

সকালে নগরীর ২নং রেলগেইট সংলগ্ন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা। এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য অ্যাড. আনিসুর রহমান দিপু, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য হোসনে আরা বাবলী, সহসভাপতি আব্দুল কাদির, মো. আসাদুজ্জামান, আরজু রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল, যুগ্ম সম্পাদক ডা. আবু জাফর বীরু, জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান, প্রচার সম্পাদক এম এ রাসেল, ধর্ম বিষয়ক সম্পাদক আবু ইসহাক, নারী বিষয়ক সম্পাদক মরিয়ম কল্পনা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রুনা খন্দকার, মহানগর যুবলীগের সহসভাপতি কামরুল হুদা বাবু, সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জ্বল প্রমুখ।

জেলা আওয়ামী লীগের পূর্বে আওয়ামী লীগ কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দরা। এ সময় উপস্থিত ছিলেন নোরায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক আহসান হাবীব, জিএম আরমান প্রমুখ।

সকাল সকাল ৯টায় নারায়ণগঞ্জ জেলা মহানগর আওয়ামীলীগের কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বিকেএমইএ ও নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রিজের পরিচালক এবং শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূইয়া সাজনু। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন শাহাদাত হোসেন ভূইয়া সাজনু নেতৃত্বে শহর যুবলীগের নেতা-কর্মীরা। পরে ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সকাল ১০টায় ২নং রেলগেইট এলাকার বঙ্গবন্ধু চত্ত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সাধারণ আহাম্মদ আলী রেজা উজ্জল। এসময় নেতৃবৃন্দদের সাথে উপস্থিত ছিলেন সিটি মেয়র আইভী।এছাড়া আরও উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের সিনিয়র সহসভাপতি কামরুল হুদা বাবু, সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জ্বল, যুবলীগ নেতা শরীফ হীরা, আব্দুল মোত্তালিব, হিমেল খান প্রমুখ।

সকাল ১১টায় শহরের দুই নম্বর রেলগেইট এলাকায় বঙ্গবন্ধু চত্ত্বরে বঙ্গবন্ধুর ভাস্কর্যের সামনে পুষ্পস্তবক অর্পন করে জেলা স্বেচ্ছাসেবক লীগ। এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক নিজাম উদ্দিন আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া খোকন, হাজী মো. শফিকুল ইসলাম, সদস্য কায়কোবাদ রুবেল, রফিকুল ইসলাম মিন্টু, আব্দুল মতিন পাগলা, কিতাব আলী প্রমুখ।

২নং রেলগেইট এলাকার আওয়ামী লীগের অফিসের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করে মহানগর স্বেচ্ছাসেবক লীগ। এসময় নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. জুয়েল হোসেনের নেতৃত্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান, সহ সভাপতি সিদ্দিক আহমেদ, মানিক শেখ, 

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৬ অপরাহ্ণ
  • ১৭:১৫ অপরাহ্ণ
  • ১৮:৩১ অপরাহ্ণ
  • ৬:১৬ পূর্বাহ্ণ
©2020PrintNarayanganj  All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
%d bloggers like this: