প্রিন্ট নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জ শহরে তিন বাড়িতে জমে থাকা স্বচ্ছ পানিতে মশার লার্ভা পাওয়ার অপরাধে তিন বাড়ির মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে সেখানে মশার লার্ভা ধ্বংস করতে ওষুধ ছিটানো হয়।
১৮ আগস্ট বুধবার দুপুরে সিটি করপোরেশনের ১৬নং ওয়ার্ডের পশ্চিম দেওভোগ শুক্কুরকারী মসজিদের পিছনে সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়।
এসময় সহযোগিতায় ছিলেন সিটি করপোরেশনের প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা, পরিচ্ছন্ন কর্মকর্তা আলমগীর হিরণ প্রমুখ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেন বলেন, ‘এডিস মশা বাহিত ডেঙ্গু জ্বর প্রতিরোধে ও মশক নিধন কর্মসূচি বাস্তবায়নে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ১৬নং ওয়ার্ডের তিনটি বাড়িতে জমে থাকা পানিতে মশার লার্ভা (মশার ডিম) পাওয়ায় তিন বাড়ির মালিককে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে ওই স্থানে সিটি করপোরেশনের মশক নিধন কর্মীদের মাধ্যমে লার্ভা ধ্বংসে ওষুধ ছিটানো হয়।’
তিনি বলেন, ‘গত ১১ আগস্ট থেকে এডিস মশা বাহিত ডেঙ্গু জ্বর প্রতিরোধে মশক নিধন ও মানুষকে সচেতন করতে দুই মাসব্যাপী অভিযান শুরু হয়। যার ধারাবাহিকভাবে চলমান রয়েছে। আমরা কাউকে জরিমানা করতে চাই না। প্রথমে সবাইকে সর্তক করছি যাতে প্রত্যেকে নিজ নিজ বাড়ির আঙ্গিনা, ছাদ সহ পরিত্যক্ত আসবাবপত্র যেন পরিস্কার পরিচ্ছন্ন রাখে। যাতে পানি জমতে না পারে। কারণ এডিস মশা স্বচ্ছ পানিতেই জন্ম নেয়। প্রয়োজনে আমাদের জানালে আমরা ওষুধ ছিটানোর ব্যবস্থা করে দিবো। তারপরও যখন কেউ সচেতন হচ্ছে না তখন তাদের জরিমানা করা হচ্ছে। এ অভিযান ধারাবাহিকভাবে চলমান থাকবে।’