রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:১৮ পূর্বাহ্ন

আশুরায় চুনকা কুটিরে এসেছিলেন শেখ হাসিনা

অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ১৯০ বার পড়া হয়েছে

প্রিন্ট নারায়ণগঞ্জঃ বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগে নারায়ণগঞ্জের প্রয়াত পৌরপিতা আলী আহাম্মদ চুনকার উল্লেখযোগ্য অবদান রয়েছে। আলী আহাম্মদ চুনকার জীবদ্দশায় এবং তাঁর মৃত্যুর পর একাধিকবার চুনকা কুটিরে এসেছিলেন আওয়ামী লীগের সভানেত্রী ও বাংলাদেশ সরকারের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পবিত্র আশুরা ও মাওলা আলী (রা.) এর শাহাদাত দিবসের অনুষ্ঠানেও চুনকা কুটিরে এসেছিলেন শেখ হাসিনা।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ফেসবুক পেজে এই অনুষ্ঠানের একাধিক ছবি প্রকাশ করা হয়েছে। ওই ছবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আলী আহাম্মদ চুনকাসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা-কর্মীদের দেখা যায়। আলী আহাম্মদ চুনকার উপরে প্রকাশিত স্মারকগ্রন্থে ওই ছবিগুলো সংযুক্ত রয়েছে।

আলী আহাম্মদ চুনকা নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। বঙ্গবন্ধু পরিবারের সাথে চুনকা পরিবারের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর বিদেশে থাকা কন্যা শেখ হাসিনা দেশে ফেরার পর নারায়ণগঞ্জে আসেন। তিনি আলী আহাম্মদ চুনকার হাতে নগরের চাবি (প্রতীকি) তুলে দেন। আলী আহাম্মদ চুনকা মারা যাওয়ার পর তাঁর পরিবারের লোকজনকে সহানুভূতি জানাতে চুনকা কুটিরে এসেছিলেন শেখ হাসিনা। তাঁর বাড়িতে খাবারও খেয়েছেন তিনি। সর্বশেষ চুনকার সহধর্মিনী মমতাজ বেগমের মৃত্যু সংবাদে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আলী আহাম্মদ চুনকার পর ২০০৩ সালে পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন তাঁর কন্যা ডা. সেলিনা হায়াৎ আইভী। ২০১৬ সালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে তিনজনের নাম প্রস্তাব করে কেন্দ্রে পাঠানো হয়। ওই তালিকায় মেয়র আইভীর নাম ছিল না। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে ডা. আইভীকে গণভবনে ডেকে নৌকার মনোনয়নপত্র তুলে দেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৬ অপরাহ্ণ
  • ১৭:১৫ অপরাহ্ণ
  • ১৮:৩১ অপরাহ্ণ
  • ৬:১৬ পূর্বাহ্ণ
©2020PrintNarayanganj  All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
%d bloggers like this: