প্রিন্ট নারায়ণগঞ্জঃ বিস্ফোরণ ঘটা তল্লার সেই মসজিদ খুলে দেয়ার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার (২০ আগস্ট) বাদ জুম্মা বিস্ফোরণ ঘটা পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদের সামনে মানববন্ধন করে এলাকাবাসী।
এসময় এলাকাবাসী মসজিদ খুলে দেয়ার দাবিতে বলেন, আর মাত্র ১৫ দিন পর আমাদের মসজিদ দুর্ঘটনার ১ বছর হতে যাচ্ছে। কিন্তু ভারক্রান্ত মন নিয়ে বলতে হয় এই ১ বছরের মধ্যে প্রশাসন মুসল্লীদের হাতে মসজিদটি হস্তান্তর করতে ব্যর্থ হয়েছে। আপনারা সবাই জানেন তিতাসের অবহেলার কারণে এই মসজিদটিতে দুর্ঘটনা ঘটেছে। আজকে তাদের জন্যেই মসজিদটি বন্ধ। অনেকে ভাই হারিয়েছেন, অনেকে পিতা আবার অনেকে সন্তান হারিয়েছেন। সবার মধ্যে অনেক দুঃখ বেদনা আছে। বিগত ১টি বছর আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। মসজিদটি খুলে দিলে আমরা ৫ ওয়াক্ত নামাজ পরে তাদের জন্যে দোয়া করতে পারি। আজকে মানববন্ধন ডাকা হয়েছে সেখানে মসজিদ কমিটির লোকেরা অনুপস্থিত। আপনারা আপনাদের অবস্থান পরিষ্কার করুন। আপনারা বারবার আমাদের আশ্বাস দিয়েছেন কিন্তু আপনারা ব্যর্থ হয়েছেন মসজিদটি উন্মুক্ত করে দিতে। দ্রæত আপনারা আপনাদের ব্যবস্থা গ্রহণ করুন তানাহলে মুসল্লিদের সামাল দিতে পারবেন না। প্রশাসনের কাছে আমাদের জোরালো আবেদন রাখছি , আপনারা এই ঘটনার পূণাঙ্গ রিপোর্ট দিয়ে আমাদের এই মসজিদটি খুলে দিবেন। আজকে তো আমরা এলাকায় মানববন্ধন করেছি, যদি প্রয়োজন হয় আমরা প্রেস ক্লাবের সামনে গিয়ে মানববন্ধন করবো। এরপরেও যদি না হয় আমরা ডিসি অফিস, তিতাস গ্যাস অফিসের সামনে মানববন্ধন করবো।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, মসজিদ দুর্ঘটনায় নিহত ইমাম আ. মালেক নেসারীর বড় ছেলে মো. নাইম ইসলাম, ছোট ছেলে মো. ফাহিম ইসলাম, নিহত বাহাউদ্দিনের ছেলে মো. ফয়সাল, আহত হওয়া মো. আমজাদ, এলাকাবাসী ইসারউদ্দিন, মো. জসিমউদ্দিন প্রমুখ।