প্রিন্ট নারায়ণগঞ্জঃ একটি কলেজের অধ্যক্ষকে মারতে তেড়ে যাওয়াসহ গুলি করে হত্যা করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সহ সম্পাদক দ্বীন ইসলাম।
বুধবার (২৫ আগস্ট) বিকেল তিনটার দিকে সিদ্ধিরগঞ্জ হিরাঝিলে অবস্থিত গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের অধ্যক্ষের রুমে ওই ঘটনাটি ঘটে। এই ঘটনার পর থেকে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন কলেজ অধ্যক্ষ মীর মোসাদ্দেক হোসেন। তিনি এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন।
কলেজ অধ্যক্ষ মোসাদ্দেক হোসেন অভিযোগ করে বলেন, দাদ্বশ শ্রেণিতে অধ্যায়নরত শিক্ষার্থী তানভীন গত দেড় বছর অনলাইন ক্লাস করাসহ কোনো প্রকার এ্যাসাইনমেন্ট জমা দেয়নি। এই ঘটনা তার অভিভাবক (পিতা) তাজুল ইসলামকে জানালে তিনি দুইবার অঙ্গিকারনামা দেন। এরপরও সে অনলাইন ক্লাস থেকে বিরত থাকেন। তারপরও এই শিক্ষার্থীকে এইচএসসির ফরম ফিলাপের সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু গেল দেড় মাসেরও কিছু বেশি সময় ধরে সে অনলাইন ক্লাসতো করেই নাই উল্টো ইউটিউব দেখে দেখে অ্যাসাইনমেন্ট কপি পেস্ট করে জমা দেয়। এ কারণে তাকে এইএচএসসির ফরম ফিলাপের সুযোগ দেওয়া হবে না জানিয়ে বুধবার দুপুর দুইটার দিকে তার পিতা তাজুল ইসলামকে ফোন করে জানান অধ্যক্ষ নিজেই।
অধ্যক্ষ বলেন, তাজুল ইসলামের সাথে কথা বলার কিছুক্ষণ পর দ্বীন ইসলাম নামে একজন লোক নিজেকে ছাত্রলীগ নেতা পরিচয় দিয়ে তার মুঠোফোনে কল করেন এবং তার সাথে কথা বলতে চান বলে জানান। পরে অধ্যক্ষ তাকে জানান, আমি একটি মিটিংয়ে যাওয়ার জন্য বের হচ্ছি। কথা বলতে চাইলে দ্রুত আসতে হবে। এরপরই এক যুবক তার রুমে ঢুকেন। তখন সেখানে আরও কয়েক শিক্ষক উপস্থিত ছিলেন।
তিনি বলেন, ‘দ্বীন ইসলাম এসে জানতে চান তানভীনকে কেন ফরম ফিলাপ করতে দেওয়া হবে না।’ এর উত্তরে অধ্যক্ষ্য তাকে বলেন, ‘এই বিষয়টি নিয়ে তার অভিভাবকের সঙ্গে কথা হয়েছে।’ ছাত্রলীগ নেতা অধ্যক্ষকে ফোর্স করে কারণ জানতে চাইলে অধ্যক্ষ বলেন, ‘আমি তার অভিভাবকের সঙ্গে যা বলার বলেছি।’
এরপরও দ্বীন ইসলাম একরকম উত্তেজিত হয়ে তাকে ঘটনাটি বলার জন্য ফোর্স করতে থাকেন। তখন অধ্যক্ষ জানান, আপনি কে, আপনাকে কেন কৈফিয়ত দিতে হবে। তখন দ্বীন ইসলাম উত্তেজিত হয়ে নিজেকে ছাত্রলীগ নেতা দাবি করেন এবং অধ্যক্ষের দিকে মারমুখি ভঙ্গিতে মারতে তেড়ে যান এবং অকথ্য ভাষায় গালাগাল করতে থাকেন। তখন অধ্যক্ষ তাকে হাত নেড়ে তার রুম থেকে বেরিয়ে যেতে বলেন। এসময় তিনি আবারও তেড়ে আসতে চাইলে উপস্থিত শিক্ষকেরা তাকে নিবৃত করার চেষ্টা করলে তিনি অধ্যক্ষকে কলেজের বাইরে এলে গুলি করে মেরে ফেলার হুমকি দেন।