প্রিন্ট নারায়ণগঞ্জঃ ফতুল্লায় একটি সোয়েটার কারখানা থেকে শাহীন শেখ (২৪) নামে একজন শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ আগস্ট) ভোর ৫টায় ফতুল্লার টাগারপাড় এলাকায় অবস্থিত ফাইনটেক স্কয়ার সোয়েটার কারখানার নীচ তলা থেকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায় ফতুল্লা পুলিশ।
তবে, মৃত্যুর কারণ কী, এ ব্যাপারে পুলিশ এখনও নিশ্চিত ভাবে কিছু না বলতে পারলেও নানা জনে নানা মন্তব্য করছেন। অনেকেই এই মৃত্যুকে রহস্যজনক বলে মন্তব্য করেছেন। তারা বলছেন, যদি কেউ স্বেচ্ছায় আত্মহত্যা করেন তাহলে নিশ্চয় কিছু না কিছু ওপর ভর করে ফাঁসিতে ঝুলবে। এবং ফাঁস নেওয়ার পর বাঁচার জন্যও হাত পা ছুড়বে। সে হিসেবে তার পাশে থাকা সব কিছুই পরিপাটি ছিল। এমনকী পাশে ভর করে ফাঁস নেওয়ার মতো কোনো সরঞ্জামও দেখা যায়নি।
শাহিন শেখ সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার বেলতৈল সড়াতৈল গ্রামের শাহী আলী শেখের ছেলে। তিনি ফতুল্লার টাগারপাড় এলাকায় আলমগীরের মেসে থেকে নিটিং অপারেটর হিসেবে ওই কারখানায় কাজ করতেন।
ফতুল্লা মডেল থানা পুলিশের অফিসার-ইন-চার্জ (ওসি) রকিবুজ্জামান জানিয়েছেন, ফাইনটেক স্কয়ার সোয়েটার কারখানায় গতরাতে নাইট ডিউটি হয়েছে। শাহিন শেখও নাইটে কাজ করেছে। ভোরে শ্রমিকরা দেখেন শাহিনের লাশ কারখানার নীচ তলার ফ্লোরে ঝুলছে। এই মুহুর্তে মৃত্যুর কারন বলা যাচ্ছেনা। ময়না তদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। তবে নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই