প্রিন্ট নারায়ণগঞ্জঃ জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জেলা মৎস্য অধিদপ্তর আয়োজিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ আগস্ট) সকাল ১১টায় জেলা মৎস্য কর্মকর্তার সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
জেলা মৎস্য কর্মকর্তা আয়নাল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শামীম ব্যাপারী। আরও উপস্থিত ছিলেন, জেলা মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক শওকত আলী, জেলা মৎস্য জরিপ কর্মকর্তা (ডিএফও) শাহ মো. ফারুক হোসেন, নারায়ণগঞ্জ সদর সিনিয়র মৎস্য কর্মকর্তা মোসা. শাহরিয়ার সালমা প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ শামী ব্যাপারী বলেন, আজকে থেকে সপ্তাহ ব্যাপী আমাদের মৎস্য সপ্তাহ শুরু হতে যাচ্ছে। এবার আমাদের মূল প্রতিপাদ্য হচ্ছে বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি। এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমরা বেশ কয়েকটি কর্মসূচি হাতে নিয়েছি। যা পালনে আমরা আপনাদের সবার সহযোগিতা চাই। আমরা মাছে ভাতে বাঙালী। আমাদের বেশিরভাগ আমিষের চাহিদা পূরণ করে থাকে মাছ। ভবিষ্যতে এই মৎস্য খাতকে আরও কিভাবে উন্নত করা যায় সেই বিষয়ে আমাদের কাজ করতে হবে। নতুন প্রজন্মকে মাছ চাষে আমাদের উৎসাহ দিতে হবে। তাদেরকে সে পরিমাণ সুযোগ করে দিতে হবে। যদি তা সম্ভব হয় তাহলে আমরা খুব সহজে বেকারত্ব দূর করতে পারবো।