শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:১২ অপরাহ্ন

দুইজনই এখন জনবিচ্ছিন্ন,  জনপ্রিয়তায় এগিয়ে তরুণপ্রার্থী সায়েম আহম্মেদ

অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৯৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : আসন্ন আলীরটেক ইউনিয়ন পরিষদের নির্বাচনে তিনজন প্রার্থীর কথা শুনা গেলেও আটঘাট বেঁধে মাঠে নেমেছেন তরুণ সেবক ও আওয়ামী লীগ নেতা মাে. সায়েম আহমেদ। ইতিমধ্যে স্থানীয় এলাকায় বিভিন্ন সামাজিক কর্মকান্ড করে আলােচনার শীর্ষে

অবস্থান করছেন তিনি অপরদিকে নানা কারনে বর্তমান চেয়ারম্যান মতিউর রহমান ও সাবেক চেয়ারম্যান জাকির হােসেনের সাথে স্থানীয় জনসাধারনের দূরত্ব সৃষ্টি হয়েছে ।

জানাগেছে, আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়া সত্বেও মহামারি করােনাভাইরাস সহ কোন দূর্যোগেই মতিউর রহমানকে পাশে পায়নি ইউনিয়নবাসী। শুধু তাই নয়, ঈদ উৎসবেও ইউনিয়নবাসীর খোঁজ নেননি তিনি। যারফলে ইউনিয়নবাসীর মনে বিরাজ করছে চাপাপড়া ক্ষোভ। তারা এখন মনে মনে বিকল্প প্রার্থী খুঁজছেন।

আরেক দিকে বিএনপি সমর্থিত সাবেক চেয়ারম্যান জাকির হােসেন আলীরটেক ইউনিয়নবাসীর কাছ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন বলেই চলে। চেয়ারম্যান পদ হারানাের পর থেকে এই পর্যন্ত এলাকাবাসীর খোঁজ খবর নেয়া তাে দূরের কথা, তাদের সাথে কোন প্রকার যােগাযােগই রাখেননি তিনি।

এ বিষয়ে আলীরটেক ইউনিয়ন পরিষদবাসীর মতামত জানতে চাইলে তারা বলেন, এবার যেই প্রার্থী হন না কেন তার আমলনামা আগে দেখা হবে। তার চুলচেরা বিশ্লেষন করেই চেয়ারম্যান হিসেবে বেছে নেয়া হবে। কেননা, যারা করােনাভাইরাসের দূর্যোগের সময় আলীরটেক ইউনিয়নবাসীর কোন খোঁজ খবর নেননি, পাশকাটিয়ে গেছেন, তাদেরকে আর কোন সুযােগই দেয়া হবেনা। তারা বলেন, একটা কথা না বললেই নয়, যদিও এলাকার ছেলে সায়েম কোন চেয়ারম্যানও না, মেম্বারও না। তবুও করােনাকালে আমরা তাকে পাশে পেয়েছি ছায়ার মতো। তিনি সব সময় আমাদের খোঁজ খবর নিয়েছেন। তাছাড়া এলাকার যে কোন সময়ে তাকে খবর দেয়ার
সাথে ছুটে আসেন। এলাকাবাসীর প্রতি এ মমত্ববোেধ আমাদেরকে
পুলকিত করেছে। তাই আসন্ন আলীরটেক ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে সায়েমের বিকল্প আমরা দেখছিনা। আমাদের চোখে চেয়ারম্যান হিসেবে সায়েমই যােগ্য প্রার্থী।

অপরদিকে স্থানীয় প্রবীণ কয়েকজন আওয়ামী লীগ নেতা বলেন, বর্তমান চেয়ারম্যান মতিউর রহমান নিজেকে আওয়ামী লীগ সমর্থিত দাবি করলেও আওয়ামী লীগের কোন কর্মকান্ডে তার দেখা মিলেনা।
১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ
বাৰ্কিীতে তার কোন কর্মসূচি ছিলােনা। যার ফলে আমরা সহ হতাশ হয়েছেন অনেক আওয়ামীলীগ সহ এর সহযােগী সংগঠনের অনেক নেতাকর্মী। অথচ এ আওয়ামী লীগকে ভীত করে তিনি নির্বাচন করতে চাচ্ছেন এবং সেই নির্বাচনে আবারও বিজয়ী হওয়ার স্বপ্ন দেখেন।
তাই আমাদের দাবি থাকবে, আর যাই হোক তার হাতে যেন কোন
অবস্থাতেই নৌকা তুলে দেয়া না হয়। কেননা, নৌকার সম্মান তিনি
রাখেননি। তার হাতে নৌকা তুলে দিলে আমরা যারা আওয়ামী লীগ
করি তাদের হৃদয়ে রক্তক্ষরণ হবে।
আওয়ামী লীগ নেতারা বলেন, অপরদিকে সায়েম আওয়ামী লীগের এমন কোন কর্মসূচি নাই যে সেটা তিনি করেননি। তিনি মনেপ্রাণে আওয়ামী লীগকে ভালােবাসেন। আর তাইতাে তিনি একজন সাধারন কর্মী হয়েও আওয়ামী লীগের সকল কর্মকান্ডে সক্রিয় ভূমিকা পালন করছেন। তাই আমরা নৌকার যােগ্য প্রার্থী হিসেবে সায়েমকেই চাই। আমরা তাকে সমর্থন করি।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৬ অপরাহ্ণ
  • ১৭:১৫ অপরাহ্ণ
  • ১৮:৩১ অপরাহ্ণ
  • ৬:১৬ পূর্বাহ্ণ
©2020PrintNarayanganj  All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
%d bloggers like this: