শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:০৯ পূর্বাহ্ন

মুহম্মদ (স.)-কে বিদ্রূপ করা মানেই মতপ্রকাশের স্বাধীনতা নয়: পুতিন

অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ২২৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইসলামের সর্বশেষ নবী হজরত মুহম্মদ (সা.) কে বিদ্রূপ করা মানেই মত প্রকাশের স্বাধীনতা নয়। কোন ধর্মকে আঘাত না করেই মত প্রকাশের স্বাধীনতা বজায় রাখতে হবে। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বার্ষিক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট পুতিন এই কথা বলেন।

প্রেসিডেন্ট পুতিন বলেন, নবীকে বিদ্রূপ করার অর্থ ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন এবং যারা ইসলাম ধর্মকে বিশ্বাস করে তাদের বিশ্বাসের প্রতি আঘাত। তিনি নাৎসিদের ছবি ওয়েবসাইটে প্রকাশেরও নিন্দা জানান। পুতিন বলেন, ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপের মাধ্যমে চরমপম্হার উদ্ভব হয়। উদাহরণ হিসেবে তিনি প্যারিসের ঘটনার কথা উল্লেখ করেন।

২০১৫ সালে শার্লি এবদো ম্যাগাজিনে নবী হজরত মুহম্মদ (সা.) এর কার্টুন ছাপা হওয়ার পর ম্যাগাজিনের প্রধান কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছিল। তিনি শৈল্পিক মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করেন যার মাধ্যমে একজনের বিশ্বাসের জন্য আরেকজন ক্ষতিগ্রস্ত হবে না।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৬ অপরাহ্ণ
  • ১৭:১৫ অপরাহ্ণ
  • ১৮:৩১ অপরাহ্ণ
  • ৬:১৬ পূর্বাহ্ণ
©2020PrintNarayanganj  All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
%d bloggers like this: