প্রিন্ট নারায়ণগঞ্জ :নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নাসিক কাউন্সিলর প্রার্থী রাসেলের সমর্থনে হরিজন সম্প্রদায়ের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় বর্তমান কাউন্সিলর অসিত বরন বিশ্বাসের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন হরিজন সম্প্রদায়ের নেতা ও সিটি কলনির স্থানীয় মহিলারা।
এসময় মতবিনিময় সভায় হরিজন সম্প্রদায়ের বক্তারা বলেন, ১০ বছর আমরা যে ভুল করেছি তা আর করতে চাই না। এই এলাকার জন্য অসিত বরন তেমন কিছু করেন নি। আমরা বৃষ্টিতে ভিজে কষ্ট করে জীবন নির্বাহ করি। প্রথম বার তিনি প্রতি প্রতিশ্রুতি দিয়েছেন তা এখনো বাস্তবায়ন করে নাই। অসিত বরন আমাদের এখানে চোরের মত আসে আবার চোরের মত চলে যায়। টানবাজার সিটি কলোনি এলাকায় চোর, ছিনতাই বেরে গেছে। সেই সাথে মাদক কারবারী বেরে যাওয়ার পরও তিনি কোন ব্যবস্থা নেন নাই। হরিজন সম্প্রদায়ের সেবা কর্মীদের বেতন বৃদ্ধি করেন নাই। এমনকি করোনা কালীন সময়ে তারা তেমন কোন সহযোগিতাও পাননি বলে দাবী করেন তারা। এত বছরেও তারা তাদের ওয়াদা পুরন করেনি। এই অবস্থাতেই আমাদের দিন কাটাতে হচ্ছে। মশা-মাছির উপদ্রবে আমাদের জন্য এখানে ঠিকমত বসবাস করা অসম্ভব হয়ে পড়েছে। আমাদের বাড়ি ঘরের অবস্থা খুবই বেহাল। এদিকে দেখার মত কেউ নেই। অসিত বরন বারবার আমাদের বিভিন্ন সাহায্য সহযোগিতা করার কথা বললেও বাস্তবে সে আমাদের জন্য কিছুই করেনি। আমাদের কোন খোজও নেননি তিনি। আমরা এই অবস্থা থেকে পরিত্রান চাই।
শনিবার (২৫ ডিসেম্বর ) বাদ এশা ৩৩ নং সিটি কলোনি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভবনে আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও স্বেচ্ছায় মানবসেবক এইচ এম রাসেল টানবাজার সিটি কলোনি হরিজন সম্পদায়দের নিয়ে মতবিনিময় সভায় তাদের বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল প্রধান অতিথির বক্তব্যে বলেন, আপনারা অনেক নির্যাতিত। কে হিন্দু, কে খ্রিস্টান বা মুসলিম আমি তা আলাদা করে দেখি না। আমার কাছে সবাই সমান। আপনারা মেয়র প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দিবেন। কর্ম ক্ষেত্রে আপনাদের আপনাদের কোন সমস্যা হলে কোন কিছুর প্রয়োজন হলে রাসেল আছেন গোলাম সারওয়ার মানব কল্যাণ ট্রাস্ট ও মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদ থেকে সহযোগীতা পেয়ে যাবেন।
তিনি আরও বলেন,আপনারা দশটি বছর ভোট দিয়ে নির্বাচিত করেছেন। প্রথম বার কাউন্সিলর কে ভোট দিয়ে ভূল করছেন ২য় বার কিভাবে ভুল করলেন। তাই রাসেল তরুন প্রজন্ম আপনাদের হয়ে কাজ করবে। করোকালীন সময়ে এমপি সেলিম ওসমান ও শামীম ওসমান, রাসেলের মাধ্যমে আপনাদের কাছে ট্রাক ভরে সাহায্য পৌঁছে দিয়েছেন। সিটি নির্বাচনে প্রথম এবং দ্বিতীয়বার যাকে ভোট দিয়ে ভুল করেছেন আশা করি এবার সেই ভুল করবেন না। এবার আপনারা সঠিক সিদ্ধান্ত নিবেন। রাসেলকে আপনাদের খোজা লাগবে না, সে নিজ থেকে এসে আপনাদের সেবা করবে।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর পূজা উজ্জ্বাপন কমিটির পূজা বিষয়ক সম্পাদক রিপন ঘোষ, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সহ- সভাপতি কূটু ভৌমিক, জেলা তাতী লীগের সহ-সভাপতি কালাম হোসেন,নারায়ণগঞ্জ মহানগর মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদ এর সভাপতি হামদান-উর রহমান শান্ত, সিটি ওয়ার্কাস ইউনিয়ন কমিটি সভাপতি শিমুল দাস, সাধারন সম্পাদক কিশোর লাল, সুরজ দাস, যুব সংঘের সভাপতি রিপন, সাধারণ সম্পাদক মামুন,বিকি চন্দ্র দাস,জেকি কুমার দাস,শ্রীলাল,গনেস, রামচরণ, হরিজন নেতা রাম চরন সহ আরো অনেক নেতৃবৃন্দ।