নিজস্ব প্রতিবেদক :’ শিক্ষার্থীরা জনে জনে বই নিবে খুশি মনে,’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইংরেজি নতুন বছরের প্রথম দিনে সারাদেশের মতো বক্তাবলীর পূর্ব চরগড়কূল উচ্চ বিদ্যালয়ে আজ উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দেওয়া হয়।
শনিবার (১ জানুয়ারী) সকাল সাড়ে ১০টায় স্কুল প্রাঙ্গনে অত্র স্কুলের সভাপতি মোহাম্মদ নাজির হোসেন ও স্কুলের প্রধান শিক্ষক মো. আমজাদ হোসেন শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে বই উৎসবের শুভ উদ্বোধন করেন।
শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে প্রধান অতিথি মোহাম্মদ নাজির হোসেন বলেন, বছরের শুরু থেকে লেখাপড়ায় মনোনিবেশ করতে হবে, শিক্ষার কোনও বিকল্প নেই, দেশ ও জাতীকে এগিয়ে নিতে হলে শিক্ষিত সমাজের প্রয়োজন, তাই সরকার শিক্ষার প্রতি বেশি গুরুত্ব দিচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মোস্তফা, সহকারী প্রধান শিক্ষক নাসরিন আক্তার, সহকারী শিক্ষক আমিরুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি মো.জাহাঙ্গীর হোসেন, তাপস কুমার , জেসমিন আরা জুই.হোসাইন পাটুয়ারী, সানজিদা সুলতানা, অনুকূল রায়,প্রাণ গোপাল ভাওয়াল, মো. সাইফুল্লা লিটন সহ স্কুলের অন্যান্য শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ।