অনলাইন ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সুযোগ্য কন্যা শেখ হাসিনাকে নিয়ে বিরুপ মন্তব্য ও কটুক্তি করেছেন নারায়ণগঞ্জের তিন চেয়ারম্যান। সেই তিন চেয়ারম্যানকে গ্রেফতার ও শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। পাশাপাশি সেসব নেতাদের ঘৃনা ও ধিক্কার জানিয়েছেন তিনি।
২০ ফেব্রæয়ারি সন্ধ্যায় শহরের দুই নাম্বার রেলগেটে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের সংগঠক ও ভাষাসৈনিক একেএম সামসুজ্জোহার ৩৫তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ দাবি জানান।
তিনি বলেন, কিছুদিন যাবৎ দেখতে পাচ্ছি কিছু কুলাঙ্গাররা আওয়ামী লীগের বদনাম করছে। সোনারগাঁয়ের এক কুলাঙ্গার লায়ন বাবুল বলেছেন প্রধানমন্ত্রীরও নাকি অনুমতি লাগবে। আমি তোমাদের প্রতি ঘৃণা ও ধিক্কার জানাই। আমার প্রিয় নেত্রীকে নিয়ে কটুক্তি করার সাহস তিনি কোথায় পেলেন। লায়ন বাবুলকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। জাকির হোসেনকে যারা মনোনয়ন দিয়েছেন তাকে সামলান। ওই কুলাঙ্গার বলেছে নৌকা না থাকলে সে আরও ভোট পেত। অথচ ছাত্রলীগ যুবলীগের ছেলেরা তার জন্য কাজ না করেছে। দেলোয়ার নামের কুলাঙ্গার যে বঙ্গবন্ধুর জন্য এ দেশ পেয়েছি সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি করেছে। সেই তেল চোর জাতীয় পার্টি থেকে চেয়ারম্যান হয়েছেন। কিছু আওয়ামী লীগের নেতারা তার পক্ষে ছিল সেই দেলোয়ার নাকি বঙ্গবন্ধু ও শেখ হাসিনকে চেনে না। আমি তার শাস্তি দাবী করছি।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য এড.আনিসুর রহমান দিপু , জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, সহ-সভাপতি আদিনাথ বসু, যুগ্ন সাধারণ সম্পাদক ডা. আবু জাফর চৌধুরি বিরুসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।