রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:৫৮ পূর্বাহ্ন

ফতুল্লায় ট্রাক ও বাসের সংঘর্ষে ৩০ জন আহত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ১৩৭ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক:নারায়ণগঞ্জ শহরের জামতলা এলাকায় একটি যাত্রীবাহি বাস ও বালুবাহি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ট্রাকের হেলপারসহ বাসটির অন্তত ত্রিশজন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) ভোর চারটায় জামতলা এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে এই দূর্ঘটনা ঘটে। পরে আহতদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ত্রিশজন যাত্রী নিয়ে রাজশাহী থেকে ফতুল্লার পঞ্চবটি ফিরছিলেন সিংড়া এ্যালিগেন্স নামের একটি দূরপাল্লার বাস। একই সময় পঞ্চবটি থেকে চাষাঢ়ায় যাচ্ছিল একটি বালুবাহি ট্রাক। ভোর চারটার সময় জামতলা এলাকায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকটি বেপরোয়া গতিতে চালিয়ে বাম দিক থেকে গিয়ে বাসের ডানপাশে ধাক্কা দেয়। এতে ট্রাক ও বাসের সামনের অংশ ভেঙে চুরমার হয়ে মারাত্মক ক্ষয়ক্ষতি হয়। এসময় উভয় গাড়ির চালকরা দ্রæত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে ট্রাকের ভেতর আটকা পড়েন হেলপার রাকিব এবং বাসের ভেতর আহত হন অন্তত ত্রিশজন যাত্রী। আহত বাস যাত্রীদের মধ্যে নারী পুরুষের সঙ্গে কয়েকজন শিশুও ছিল। পরে ট্রাকের লোকজন এসে আশঙ্কাজনক অবস্থায় ট্রাকের ভেতরে আটকে পড়া আহত হেলপারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট গিয়ে আহতদের উদ্ধার তৎপরতা চালায়। আহত বাসযাত্রীরা জানান, তাদের কেউ কেউ মাথায় ও মুখে আঘাতপ্রাপ্ত হয়েছেন। অনেকের শরীরে জখম হয়েছে। তবে শিশুরা তেমন আঘাত পায়নি। দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ওসি রেজাউল হক দিপু ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের জানান, খবর পেয়ে তাৎক্ষনিক ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের উদ্ধার করেছে। আহত হয়েছে কিছু যাত্রী। তবে নিহতের খবর পাইনি। দূর্ঘটনা কবলিত গাড়ি দুইটি আটক করা হয়েছে। পলাতক চালকদের আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ শহরের জামতলা এলাকায় একটি যাত্রীবাহি বাস ও বালুবাহি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ট্রাকের হেলপারসহ বাসটির অন্তত ত্রিশজন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) ভোর চারটায় জামতলা এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে এই দূর্ঘটনা ঘটে। পরে আহতদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ত্রিশজন যাত্রী নিয়ে রাজশাহী থেকে ফতুল্লার পঞ্চবটি ফিরছিলেন সিংড়া এ্যালিগেন্স নামের একটি দূরপাল্লার বাস। একই সময় পঞ্চবটি থেকে চাষাঢ়ায় যাচ্ছিল একটি বালুবাহি ট্রাক। ভোর চারটার সময় জামতলা এলাকায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকটি বেপরোয়া গতিতে চালিয়ে বাম দিক থেকে গিয়ে বাসের ডানপাশে ধাক্কা দেয়। এতে ট্রাক ও বাসের সামনের অংশ ভেঙে চুরমার হয়ে মারাত্মক ক্ষয়ক্ষতি হয়। এসময় উভয় গাড়ির চালকরা দ্রæত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে ট্রাকের ভেতর আটকা পড়েন হেলপার রাকিব এবং বাসের ভেতর আহত হন অন্তত ত্রিশজন যাত্রী। আহত বাস যাত্রীদের মধ্যে নারী পুরুষের সঙ্গে কয়েকজন শিশুও ছিল। পরে ট্রাকের লোকজন এসে আশঙ্কাজনক অবস্থায় ট্রাকের ভেতরে আটকে পড়া আহত হেলপারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট গিয়ে আহতদের উদ্ধার তৎপরতা চালায়। আহত বাসযাত্রীরা জানান, তাদের কেউ কেউ মাথায় ও মুখে আঘাতপ্রাপ্ত হয়েছেন। অনেকের শরীরে জখম হয়েছে। তবে শিশুরা তেমন আঘাত পায়নি। দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ওসি রেজাউল হক দিপু ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের জানান, খবর পেয়ে তাৎক্ষনিক ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের উদ্ধার করেছে। আহত হয়েছে কিছু যাত্রী। তবে নিহতের খবর পাইনি। দূর্ঘটনা কবলিত গাড়ি দুইটি আটক করা হয়েছে। পলাতক চালকদের আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৬ অপরাহ্ণ
  • ১৭:১৫ অপরাহ্ণ
  • ১৮:৩১ অপরাহ্ণ
  • ৬:১৬ পূর্বাহ্ণ
©2020PrintNarayanganj  All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
%d bloggers like this: