নিজস্ব প্রতিবেদক :বক্তাবলী শহীদ দিবস উপলক্ষে ১৩৯ জন শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন সামাজিক সংগঠন ধলেশ্বরী তীরের সভাপতি ও মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি রোটারিয়ান নুরুজ্জামান জিকু।
মঙ্গলবার ( ২৯ নভেম্বর) সকাল ৮টায় নারায়ণগঞ্জ সদর উপজেলা বক্তাবলীর কানাইনগর শহীদ স্মৃতিস্তম্ভে ধলেশ্বরী তীরের ব্যানারে তিনি এ পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় নুরুজ্জামান জিকু সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, স্বাধীনতার প্রাক্কালে এই বক্তাবলীর পরগানায় পাক-হানাদার বাহিনী নির্মমভাবে ১৩৯জন নিরীহ মানুষকে গুলি আর আগুণে পুড়িয়ে হত্যা করে। প্রতি বছর আমারা সেই বীর শহীদদের স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি ও শহীদ পরিবারের প্রতি জানাচ্ছি সমবেদনা।
প্রসঙ্গত, ১৯৭১ সালে ২৯ নভেম্বর পাক—হানাদার বাহিনী বক্তাবলী পরগনার বিভিন্ন বাড়িতে আগুন জ্বালিয়ে দেয় এবং ব্রাশ ফায়ার করে ১৩৯ জনকে হত্যা করে।