মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ০৭:৫৫ পূর্বাহ্ন

মহান বিজয়ের মাসে নারায়ণগঞ্জ অনলাইন প্রেস ক্লাব ৬ষ্ঠ বছরে পদার্পণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ২২৫ বার পড়া হয়েছে
নিজস্ব সংবাদদাতা: মহান বিজয়ের  নারায়ণগঞ্জ অনলাইন প্রেস ক্লাব ৬ষ্ঠ বছরে পদার্পণ উদযাপন উপলক্ষে সৃজনশীল সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ ডিসেম্বর) বিকেলে নগরীর মাধবীলতা সিটি প্লাজায় অনলাইন প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সৃজনশীল সভা হয়।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা এম. এ. মান্নান ভুঁইয়া’র সভাপতিত্বে সম্মনিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা সরকারী গণগ্রন্থাগার অধিদপ্তরের লাইব্রেরিয়ান দেবাশীষ ভদ্র।
৫ম বৎসর পেরিয়ে ৬ষ্ঠ বছরে নারায়ণগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সফলতা তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন- বিপি নিউজের মেহেদী মঞ্জুর বকুল। শুভেচ্ছা বক্তব্য রাখেন- দৈনিক মানব কন্ঠের মোঃ সায়মন ইসলাম, খবর নারায়ণগঞ্জ.ডটকম’র মোঃ মশিউর রহমান, নিউজ ব্যাংক ডটনেট’র আল মামুন খান, একুশের কাগজ ডটকম’র মোহাম্মদ হোসেন, দৈনিক যুগান্তরের আল আমিন প্রধান, দৈনিক যুগের চিন্তার ফরিদ আহম্মেদ বাধন, গ্লোবাল টিভির মোঃ মনিরুল আলম, দৈনিক নয়া দিগন্তের রিপন মাহমুদ আকাশ, সিটি নিউজ ডটকম’র মিলন বিশ্বাস হৃদয়, দৈনিক দেশের আলোর মোঃ সাদ্দাম হোসেন মীর্জা, নারায়ণগঞ্জ আপডেট ডটকম’র আশিকুর রহমান সাজু, জাতীয় অর্থনীতি প্রত্রিকার মোঃ আনিসুর রহমান প্রধান, দৈনিক ইয়াদের নাসরিন আক্তার।
আনন্দ বিনোদনে ভরপুর আড্ডায় সৃজনশীলতায় নারায়ণগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের ৬ষ্ঠ বছরে পদার্পণে কেক কাটা এবং উপস্থিত সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা উপহার দেয়া হয়। শুধু তাই নয়, প্রেস ক্লাবের সদস্যদের মধ্যে সায়মন ইসলাম, আল মামুন খান, মশিউর রহমান, মেহেদী মঞ্জুর বকুল, মোঃ সাদ্দাম হোসেন মীর্জা ও মোহাম্মদ হোসেনকে সাংগঠনিক মূল্যায়ন করে শুভেচ্ছা পুরুস্কার দেয়া হয়। পরিশেষে অনুষ্ঠানের সম্মানীত অতিথি জেলা লাইব্রেরিয়ান দেবাশীষ ভদ্রকে সম্মাননা স্বারক তুলে দেয়া হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন- ফেয়ার নিউজ বিডি’র ওয়াহিদুর রহমান সোহেল, রিপোর্ট নারায়ণগঞ্জ ডটকম’র শরিফুল ইসলাম সুমন, দৈনিক চিন্তা ধারার আরিফ হোসেন, ক্রাইম লেটার ডটকম’র নাজমুল হক, ৭১ বাংলাদেশ ডটকম’র মোঃ আল আমিন, দৈনিক একুশের বানীর মাহফুজ খান, দি নিউনেশনের জহিরুল ইসলাম সিরাজ, দৈনিক ঢাকা টাইমসের মোঃ ইমরান হোসেন প্রমূখ।
এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৬ পূর্বাহ্ণ
  • ১১:৪৬ পূর্বাহ্ণ
  • ১৫:৩৯ অপরাহ্ণ
  • ১৭:১৮ অপরাহ্ণ
  • ১৮:৩৪ অপরাহ্ণ
  • ৬:১০ পূর্বাহ্ণ
©2020PrintNarayanganj  All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
%d bloggers like this: