নিজস্ব প্রতিবেদক :নারায়ণগঞ্জ সদর উপজেলা আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্য নিয়ে তিন মাসের জন্য আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
সোমবার (২৩ জানুয়ারি ) বিকালে আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগের ৯টি ওয়ার্ডের সমন্বয় সভায় আলী নূর মোল্লাকে ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সালেহ আহম্মেদ খোকনকে সাধারণ সম্পাদক করে আগামী তিন মাসের জন্য আংশিক কমিটি ঘোষণা করেন নারায়ণগঞ্জ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল। কমিটিতে অন্যান্য ব্যাক্তিরা হলেন সাংগঠনিক সম্পাদক পদে জয়নাল মাদবর,এস বি শাহীন সরকার ও রওশন মেম্বার।
সভায় আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শহীদুল্লাহ পাটোয়ারীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সদর থানা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এসটি আলমগীর সরকার, সাধারণ সম্পাদক এস,এম,সালেহ আহম্মেদ খোকন,সাংগঠনিক সম্পাদক শাহীন সরকার, গোগনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবিএম আজহারুল ইসলাম, জেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক সওদাগর খান, ভারপ্রাপ্ত সভাপতি শরীফ উদ্দিন,বক্তাবলী ইইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিক মাহমুদ, সদর থানা যুবলীগের সহ সভাপতি মনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক, শাহীন সরকার, গোগনগর ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরু শিকদার, গোগনগর ইউনিয়ন পরিষদের সদস্য রফিক মেম্বার,মোঃ জাকির হোসেন মেম্বার, আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগ নেতা এস,বি, শাহীন সরকার, আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ওহাব মেম্বার, রওশন আলী মেম্বার, হাজ্বী মজিবুর রহমান,৪নং ওয়ার্ডের সভাপতি আবদুল মালেক, রবি মেম্বার, আব্দুল ওহাব,৫নং ওয়ার্ডের সভাপতি ইসমাইল মাদবর, ৫নং ওয়ার্ডের সাবেক সভাপতি আলী আকবর, আওয়ামী লীগ নেতা এবা মাদবর, মো.হাকিম মিয়া,বাদশা মাদবর,যুবলীগ নেতা আশরাফ উদ্দিন মামুন পাঠান আলীরটেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম বিপ্লব,৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ সালাউদ্দিনসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী নূর মোল্লা ও সাধারন সম্পাদক সালেহ আহম্মেদ খোকন দেশরত্ন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এ কে এম শামীম ওসমান এমপি এবং নারায়াণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো.শহীদ বাদলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।